Laxmir Bhandar,তিন গুণ থেকে ১০০ টাকা বৃদ্ধি! বন্ধের হুঁশিয়ারিও, মমতার ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এ নজর বিজেপিরও? – laxmir bhandar become one of the key topic for all political parties in west bengal ahed of lok sabha election


ভোট লক্ষ্মী। তাই স্বয়ং অমিত শাহের কণ্ঠেও ‘লক্ষ্মীর ভাণ্ডার’? রাজ্য সরকারি প্রকল্প নিয়ে শাহের প্রতিশ্রুতিতে তুঙ্গে তরজা। মঙ্গলবার শ্রীরামপুর লোকসভার জন্য প্রচারে এসেছিলেন তিনি। সেখানে ‘শাহি দাবি’, ‘তৃণমূল অপপ্রচার করছে যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে। কিন্তু, আমরা বলছি, রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ অর্থ ১০০ টাকা বাড়ানো হবে।’ উল্লেখযোগ্যভাবে, এদিনই বনগাঁয় অপর সভা থেকে অমিত শাহ বলেছেন, যদি রাজ্য়ে বিজেপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে এর (লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প) টাকা তিনগুণ করা হবে।আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চালু করা প্রকল্প নিয়ে বিরোধী দলের এই বক্তব্যে রীতিমতো মুচকি হাসছেন রাজ্যের শাসক দলের নেতারা। প্রচারের হাতিয়ার হিসেবে শেষমেশ মমতা সরকারের প্রকল্পের নাম করে প্রতিশ্রুতি দিতে হচ্ছে বিজেপিকে, মন্তব্য তৃণমূল নেতাদের একাংশের।

একুশের নির্বাচনের পর নতুন করে ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। আর এই প্রকল্প ব্যাপক সাড়া পায়। লোকসভার ভোটবাজারে ফের একবার রাজনৈতিক মহলে ‘হট টপিক’ লক্ষ্মীর ভাণ্ডার।

আগে লক্ষ্ণীর ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা ভাণ্ডারের প্রচার শুরু করেছিল BJP। বর্ধমান শহরের ইছলাবাদ এলাকায় BJP প্রার্থী দিলীপ ঘোষের হয়ে প্রচারে দেওয়াল লিখনে উঠে এসেছিল এই প্রসঙ্গ। সেখানে লেখা হয়, ‘অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা পেতে দিলীপ ঘোষকে ভোট দিন’। যদিও এই সমস্ত দাবি উড়িয়ে দিয়েছিল তৃণমূল। বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের উপর কোপ আসতে পারে, স্পষ্ট মন্তব্য করেছিলেন তৃণমূলের নেতারা।

তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘আসলে অমিত শাহ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আর কোনও পোক্ত ইস্যু ওদের কাছে নেই। তাই তৃণমূল সরকারের প্রকল্পকে হাতিয়ার করতে হচ্ছে।’ অন্যদিকে, পালটা রাহুল সিনহার মন্তব্য, ‘এই প্রকল্প অন্য রাজ্য থেকে চুরি করা। নামটা বদলেছেন। তবে কথার কথা হল বিজেপি ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কমবে না বাড়বে। কত বাড়বে তা ক্ষমতায় এলেই স্থির হবে।’

উল্লেখযোগ্যভাবে কোচবিহারের একটি জনসভা থেকে বিজেপি মহিলা মোর্চা নেত্রীকে বলতে শোনা যায়, তিন মাসের মধ্যে এই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। কিন্তু, এরপর নতুন করে গেরুয়া শিবিরের নেতাদের কণ্ঠে লক্ষ্মীর ভাণ্ডারের নাম শুনতে পাওয়া নিয়ে রীতিমতো রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

‘সব মহিলাই লক্ষ্মী, সবার হাতে লক্ষ্মীর ভান্ডার’

মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জনসভা থেকে বলেছেন, তিনি যতদিন ক্ষমতায় রয়েছেন, কেউ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করতে পারবে না। প্রসঙ্গত, প্রথমে এই প্রকল্পে জেনারেলদের ৫০০ টাকা এবং SC-ST-দের জন্য ১০০০ টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু, সম্প্রতি সেই অর্থ বাড়ানো হয়েছে।

Amit Shah On Lakshmir Bhandar : বাড়বে ১০০ টাকা, বঙ্গে প্রচারে এসে শাহের মুখে এবার লক্ষ্মীর ভাণ্ডার, দিলেন বড় প্রতিশ্রুতি

এই বছরের বাজেটে ঘোষণা করা হয় জেনারেল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বাবদ মাসে ১০০০ টাকা করে পাবেন এবং এসসি এসটিরা পাবেন ১২০০ টাকা। ভোটের বাজারে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন করে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *