Trinamool Candidate Deb,ঝাড়গ্রামে প্রচারে এসে কুকথা নিয়ে সরব তৃণমূলের তারকা প্রার্থী দেব – trinamool star candidate deb lok sabha election campaign in jhargram


এই সময়, ঝাড়গ্রাম: এ বারের ভোট-আবহে বারবার শিরোনামে এসেছে তৃণমূলের তারকা প্রার্থী দেবের সৌজন্য। ভোটের ময়দানে বিরোধীরা তাঁকে ‘কুকথা’ বললেও তিনি পাল্টা কোনও মন্তব্য করেননি। মঙ্গলবার ঝাড়গ্রামে একধাপ এগিয়ে কুকথা বলা নেতাদের ‘ভোট না দেওয়ার’ অনুরোধ জানালেন দেব ওরফে দীপক অধিকারী।এ দিন তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত ভাবে খুব পজ়িটিভ। আশেপাশে নেগেটিভ দেখি না। তাঁদের পাত্তাও দিই না। উত্তরও দিই না। আমার আচরণ-ব্যবহার দেখে দু’টো মানুষ যেন শিখতে পারে। বলতে পারে এরকম ধরনের নেতাই দরকার।’ মঙ্গলবার তৃণমূল প্রার্থী কালীপদ সরেনের হয়ে প্রচারে ঝাড়গ্রামে এসেছিলেন দেব। দুপুর বারোটা নাগাদ হেলিকপ্টারে করে ঝাড়গ্রামের হেলিপ্যাডে নামেন তিনি। সেখান থেকে কালো গাড়িতে উঠে সোজা উপস্থিত হন ঝাড়গ্রামের কলেজ মোড়ে।

সেখান থেকে সুসজ্জিত গাড়িতে চেপে শিবমন্দির পর্যন্ত রোড শো হয় দেবের। দেবের সঙ্গে ছিলেন জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু এবং ঝাড়গ্রাম লোকসভার তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন। আর পিছনে মন্ত্রী বিরবাহা হাঁসদা গাড়িতে ছিলেন। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে গাড়ি থেকে রাস্তার দু’পাশে দাঁড়ানো সাধারণ মানুষের প্রতি কখনও হাত নাড়লেন, আবার কখনও হাতজোড় করে প্রণাম করলেন।

কখনও আবার ফ্লাইং কিস করতে দেখা গেল দেবকে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষজনের হাত থেকে ফুল-চারাগাছও নিলেন তিনি। রোড শো চলার মাঝে হঠাৎই মন্ত্রী বিরবাহা হাঁসদা এক জনকে বলেন, ‘একটা স্ট্রেপসিল এনে দাও ওষুধ দোকান থেকে।’ পরে মন্ত্রী জানালেন, ‘ওষুধটা দেবের জন্য। ওঁর গলা খুশখুশ করছিল। গাড়িতে দু’বার জল খেল। ঠিক না হওয়ায় ওষুধ চাইছিল।’

রোড শো শেষে হেলিকপ্টারে ওঠার আগে দেব বলেন, ‘এবার ঝাড়গ্রামে খুব ভাল পজ়িটিভ রেসপন্স। ঝাড়গ্রাম আসনটি এবার তৃণমূল জিততে চলেছে।’ বারবার তাঁকে লক্ষ্য করে ব্যাঁকা মন্তব্য করতে শোনা গিয়েছে বিজেপি প্রার্থী হিরণকে। এ দিন হেলিকপ্টারে চাপার আগে দেব বলেন, ‘হিরণ যত বেশি আক্রমণ করবে, আমি তত বেশি ভোটে জিতব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *