রোদ থেকে বাঁচতে অনেকেই মাথায় জড়িয়েছেন তোয়ালে। দেবকে কাছ থেকে দেখতে এ দিন সব বয়সের মানুষের ভিড় ছিল নজরকাড়া। কেউ পরিয়ে দিলেন ফুলের মালা, কেউ বা ফুল ছড়ালেন। আবার কেউ কেউ গোলাপ ফুল উপহার দিলেন দেবকে। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের হয়ে এ দিন দত্তপুকুরে প্রচারে ঝড় তুললেন দেব।
ব্যারাকপুরে পার্থ ভৌমিকের হয়ে ইতিমধ্যে জোড়া সভা করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার পার্থর সমর্থনে প্রচারে এলেন দেব। দত্তপুকুর স্টেশন সংলগ্ন মাঠে অস্থায়ী হেলিপ্যাডে নামার পর দেব গাড়ি করে পৌঁছন চালতাবেড়িয়ায়। সেখান থেকে পার্থকে সঙ্গে নিয়ে যশোহর রোড ধরে দত্তপুকুরে আসেন নায়ক। তার পর বর্ণাঢ্য শোভাযাত্রা ফিরে আসে অস্থায়ী হেলিপ্যাডের পাশে।
সেখানে সভামঞ্চে অল্প সময় বক্তব্য রাখেন দেব। পার্থর জন্য ভোট আবেদন জানান তিনি। পিয়ালি দেবনাথ বলেন, ‘দেবকে এত সামনে থেকে দেখব আশা করিনি। ওর সঙ্গে হাত মেলালাম। দেবের হাসিটা কিউট।’ বয়ফ্রেন্ডের সঙ্গে বাইকে যাচ্ছিলেন তরুণী অনন্যা চক্রবর্তী। দেবকে দেখে বাইক থেকে নেমে হেলমেট রেখে ছুটে গেলেন। দেবের সঙ্গে হাত মেলাতে পেরেই রাস্তায় দাঁড়িয়ে দুহাত ঝাঁকিয়ে সেলিব্রেট করলেন।
দেব বলেন, ‘রাজনীতিতে ভদ্র, শিক্ষিত এবং মার্জিত লোকের প্রয়োজন। যিনি মানুষকে সম্মান দিতে এবং নিতে পারেন। পার্থদা হলেন সেই ধরনের একজন মানুষ। তাই ওঁকে জিতিয়ে দিল্লিতে পাঠালে আপনারাই উপকৃত হবেন।’