বাঁকুড়া জেলার বিষ্ণুপুর কেন্দ্রের প্রার্থী সুজাতা মণ্ডলের প্রচারে বৃহস্পতিবার হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি দাবি করেন, ‘সন্দেশখালিতে সাদা কাগজ দিয়েছিল, বলেছিল সই করে দাও। ওঁদের কী বলা হয়েছিল জানেন? বলেছিল সাদা কাগজে সই করলে একশো দিনের টাকা পাবেন। মায়েদের সাদা মনে কাদা নেই। চোখ বন্ধ করে সই করে দিয়েছিল। সেখান বিজেপি মণ্ডল সভাপতিরা ধর্ষণের অভিযোগ লিখিয়ে নিয়েছে।’ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে মহিলাদের দিয়ে মিথ্যা অভিযোগ করিয়ে বাংলার সংস্কৃতিকে গোটা দেশের সামনে ছোট করা হয়েছে বলে দাবি করেন তিনি।
অভিষেকের এদিনের বক্তৃতায় নিশানায় ছিলেন এই কেন্দ্রের গতবারের সাংসদ সৌমিত্র খাঁ। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘এই জেলায় প্রধানমন্ত্রী সভা করতে আসছেন। আমাকে ওই সভায় আমন্ত্রণ জানাক। একদিকে, আমি থাকবো, একদিকে ওঁর প্রার্থী থাকবেন। গত ১০ বছরে বাঁকুড়া-বিষ্ণুপুরের জন্য কী করেছেন উনি তুলে ধরুন। আমরাও আমাদের উন্নয়নের খতিয়ান ওই সভায় তুলে ধরবো।’
সৌমিত্রকে খোঁচা দিয়ে অভিষেক বলেন, ‘যে নিজের সহধর্মিণীকে অপমান করে, যে নিজের স্ত্রীর হাত ছেড়ে দেয়, সে কোনওদিন নারীদের উন্নয়ন করতে পারে?’ উঠে আসে বাঁকুড়া সহ রাজ্যের জঙ্গলমহল অঞ্চলকে বাংলা থেকে ভাগ করার প্রসঙ্গ। তিনি বলেন, ‘সৌমিত্র খাঁ চেয়েছিল, বাংলা থেকে বাঁকুড়াকে ভাগ করা হোক, আপনারা চান সেটা? যাঁরা বাংলা ভাগের চক্রান্ত করেছিল, প্রধানমন্ত্রী তাঁকেই কেন প্রার্থী করলেন?’ প্রসঙ্গত, এই লোকসভা কেন্দ্র থেকে গতবার জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে এই কেন্দ্র থেকে তাঁর বিরুদ্ধে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস।