Aishwarya Cannes Film Festival 2024 : কান মিস করার প্রশ্নই ওঠে না! ভাঙা হাতেই পাড়ি দিলেন ঐশ্বর্য – aishwarya rai bachchan with injured hand leaves mumbai to attend cannes film festival 2024 for details watch video


সোশ্যাল মিডিয়া থেকে ব্যক্তিগত জীবনকে বরাবরই দূরে রাখেন। আসলে নিওন আলোয় সবটাকেই পণ্য করতে তিনি একেবারেই পছন্দ করেন না। তবে হাত ভেঙেছে বলে কি আর কান ফিল্ম ফেস্টিভ্যালে যাবেন না! তা তো হতেই পারে না। ২০২৪ সালেও তাই হাসিমুখে কানে পাড়ি দিলেন ঐশ্বর্য। সঙ্গে প্রতিবারের মতো এবার রয়েছে আরাধ্যা। ঠিক মায়ের মতোই তার মুখেও থাকে সেই মিলিয়ন ডলার স্মাইল (Aishwarya Rai Bachchan)। ঐশ্বর্য প্রথমবার কান চলচ্চিত্রে পা রেখেছিলেন তাঁর ছবি দেবদাসের দৌলতে। সাল ২০০২। প্রতিবারই কান চলচ্চিত্র উত্সবে ঐশ্বর্যের উজ্জ্বল উপস্থিতি নজর কেড়েছে গোটা দুনিয়ার। গত কয়েক বছরে ঐশ্বর্যের কান লুকের নানা মুহূর্তের হদিশ রইল জাস্ট আপনাদের জন্যে। আসুন দেখে নিন সেই ভিডিয়ো। Watch The Entertainment Video.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *