Debashis Sen Nkda Chairman,স্ত্রীকে সরকারি মেলা গ্রাউন্ড পাইয়ে দেওয়ার অভিযোগ, দেবাশিসের সেনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা – calcutta high court gives new instruction based on a pil against former nkda chairman


সরকারি জায়গা নিয়ে স্বজন পোষণের অভিযোগ। এই অভিযোগ উঠেছে নিউ টাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি (NKDA)-র প্রাক্তন চেয়ারম্যান দেবাশিস সেনের বিরুদ্ধে। তাঁকে এবং তাঁর স্ত্রীকে মামলায় যুক্ত করার পক্ষে সওয়াল করা হল কলকাতা হাইকোর্টে। মেলা এবং দুর্গাপুজো করার জন্য সমস্ত বিধি ভঙ্গ করে স্ত্রীকে সরকারি মেলা গ্রাউন্ড পাইয়ে দেওয়া সহ নানা সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে দেবাশিস সেনের বিরুদ্ধে। এই অভিয়োগ তুলে তাঁর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন বরুণ বিশ্বাস।বৃহস্পতিবার মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। আর সেখানেই এই মামলাটির পরিপ্রেক্ষিতে উল্লেখযোগ্য নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

এই মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের পর্যবেক্ষণ, ‘মামলাকারী যা অভিযোগ করছেন, তার ২০ শতাংশ সত্যি হলেও তা যথেষ্ট গুরুতর। কী ভাবে সরকারি জমি তিন লাখ টাকার জায়গায় ৩০ হাজার টাকায় দিয়েছেন? এর ব্যাখ্যা তাঁকে দিতে হবে। NKDA র প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সত্যি হয়, অন্যের আবেদন করা সত্ত্বেও যদি নিজের স্ত্রীকে ওই জমি দিয়ে থাকেন তাহলে তা ইন্টারেস্ট অফ কনফ্লিক্ট। কী ভাবে তিনি তা করতে পারেন? ‘পাবলিক ল্যান্ড’ নিয়ে যদি এই ধরনের উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ ওঠে সেক্ষেত্রে তার বিচার করতে হবে। কিন্তু, যেহেতু প্রাক্তন চেয়ারম্যান যুক্ত নন সেই জন্য তাঁকে এবং তাঁর স্ত্রীকে মামলায় যুক্ত করা উচিত।’

ঠিক কী অভিযোগ মামলাকারীর?

এক্ষেত্রে এক আবেদনকারী জনস্বার্থ মামলা করেছেন। তাঁর দাবি, দেবাশিস সেন তাঁর ক্ষমতার অপব্যবহার করেছেন। এই মর্মেই তিনি আদালতের দরজায় কড়া নেড়েছেন। প্রধান বিচারপতির নির্দেশ, আপাতত এই মামলায় আবেদনকারী দুর্গাপুজো ও মেলার জন্য যে সমস্ত আবেদন করেছেন, তার অনুমতি দিতে হবে NKDA-কে। জনস্বার্থ মামলা এলে সেই মামলায় অন্যান্য বিষয়গুলি বিবেচনা করা হবে, এদিন এমনটাই জানায় আদালত।

প্রসঙ্গত, দীর্ঘদিন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি (NKDA)-র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন দেবাশিস সেন। চলতি বছর ফেব্রুয়ারি মাসে আলাপন বন্দ্যোপাধ্যায়কে NKDA-র চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়। এর আগে দায়িত্বে ছিলেন দেবাশিস সেন। ২০১১ সাল থেকে তিনি NKDA-র চেয়ারম্যান পদের নিযুক্ত ছিলেন। দেবাশিস সেন ১৯৮৫ ব্যাচের IAS। তিনি ২০২০ সালে অবসর দেবাশিস সেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *