Dev,আমিও হিরণের মতো ‘পাগল’ হয়ে যাব: দেব – tmc candidate actor dev calls bjp leader hiran chatterjee as mad in purulia kashipur lok sabha election campaign


এই সময়, পুরুলিয়া: দু’জনেই বাংলা সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করেছেন। দু’জনেই প্রায় সমসাময়িক। দু’জনেই রাজনীতিতে যোগ দিয়েছেন যদিও তাঁদের মত ও পথ আলাদা। সেই দেব ও হিরণকে নিয়ে জমে উঠেছে এবারের লোকসভা নির্বাচন। প্রায় প্রতিদিনই দেবকে লক্ষ্য করে বাক্যবাণ নিক্ষেপ করে চলেছেন হিরণ। তুলনায় দেব কিছুটা স্তিমিত। কিন্তু ক্রমশ তিনিও পাল্টা তির ছুড়তে শুরু করেছেন। যেমন বুধবার পুরুলিয়ার কাশীপুরে হিরণকে ‘পাগল’ বলে কটাক্ষ করলেন দেব।ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে বহিরাগত তকমা দিতে গিয়ে সম্প্রতি বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বলেছিলেন, ‘দেবের জন্ম কেশপুরে হলেও ভোটার কার্ড কলকাতার।’ এদিন বিকেলে কাশীপুরে রোড শোয়ে যোগ দিয়ে হিরণের এই মন্তব্য হেসে উড়িয়ে দিয়েছেন দেব। বলেছেন, ‘ও পাগল হয়ে গিয়েছে। আমিও এবার ওর মতো পাগল হয়ে যাব। ও কী বলছে কি বলছে না আমার জানার দরকার নেই। কিন্তু এটা কোনও কথা হলো? যেখানে থাকব সেখানেই তো ভোটার কার্ড হবে।’

‘বাংলা কথাই বলো না!’ ‘মোয়ে মোয়ে’-তে মজে নেটপাড়া, ট্রোল নিয়ে মুখ খুললেন হিরণ
দলীয় প্রার্থী শান্তিরাম মাহাতোর পক্ষে রোড-শো করে টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব বলেন, ‘যতই আক্রমণ করুক, হিরণকে শুভেচ্ছা। হিরণ এখন বুঝবে না। ও ভাবছে এ ভাবে আক্রমণ করলে ও জিতবে। আমার মনে হয়, হিরণকে কত ভোটে হারানো হবে তা এতদিনে ঘাটালের মানুষ ভেবে নিয়েছেন।’ বিজেপির ৩০টি আসন পাওয়ার দাবিকে ঘুরিয়ে দিয়ে দেব বলেন, ‘৩০-এর বেশি আসনে তৃণমূল জিতবে।’

‘আমার জীবনে হাইফাই কিছু নেই’, রাস্তার সেলুনেই কেশসজ্জা হিরণ চট্টোপাধ্যায়ের

এদিকে, এদিন হেলিকপ্টার থেকে নামার পর থেকে বাংলা সিনেমার এই তারকাকে একবার চোখের দেখা দেখতে প্রবল উত্সাহ ছিল সাধারণ মানুষের। উন্মাদনা দেখা যায় তৃণমূল কর্মীদের মধ্যেও। কাশীপুরের প্রধান রাস্তা দিয়ে তাঁর রোড শোয়ের গাড়ি যত এগিয়েছে ততই ভিড় বেড়েছে। ভিড়ের মধ্যে থাকা অর্চনা খাঁ, দীপালি বাউড়িরা বলেন, ‘নায়ক আমাদের দিকে তাকিয়ে হাত নেড়েছেন। তবে অল্পের জন্য তাঁকে ছোঁয়া সম্ভব হয়নি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *