বাইরে তাপমাত্রা ঊর্ধ্বগামী হলেও আর ক্যালেন্ডার বৈশাখ মাস আসলেই বাজারে বাঙালি খোঁজে আম। বাংলার আম হিসেবে সবথেকে বেশি যার কদর সেই মালদার আম আসতে এখনও ঢের দেরি। এমনকী এবারে আমের ফলন নিয়ে উদ্বেগে ব্যবসায়ীরাও। তাহলে বলে কি বঙ্গবাসী আম খাবে না! তা তো হতে পারে না। মালদার আমের দেখা না মিললেও বাজার ভরেছে নানা আমে। ভিন রাজ্যের আমেই ভরেছে বাজার। যার মধ্যে মূলত চেন্নাইয়ের আমেরই চাহিদা বেশি। বাজারে গেলেই দেখা মিলছে চেন্নাইয়ের গোলাপ খাস, কৃষ্ণনগরের গোপালভোগ আমের। বিক্রেতাদের ডালিতে সাজানো একেবারে টকটকে সিঁদুরে লাল – হলুদ রঙের এই আম দেখেই জিভে জল অনেক খাদ্য রসিক মানুষের। যদিও রূপে ভোলালেও আমের গুণে ভরছে না মানুষের মন। Watch The Bengali Video.