Mamata Banerjee: কলের পুতুল ইসি, ফের কটাক্ষ মমতার – west bengal cm mamata banerjee calls election commission puppet from hooghly lok sabha polls campaign


এই সময়, কলকাতা ও নয়াদিল্লি: কখনও দীর্ঘ ভোট পর্ব, কখনও প্রধানমন্ত্রীকে ছাড় দেওয়া—লোকসভা ভোটের শুরু থেকেই দেশের নির্বাচন কমিশনকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কমিশনকে ‘কলের পুতুল’ বলে তোপ দাগলেন তিনি। বুধবার হুগলির চুঁচুড়ার জনসভা থেকে মমতা অভিযোগ করেন, কেবলমাত্র প্রধানমন্ত্রীকে সুবিধা দিতে আড়াই মাস ধরে ভোট করা হচ্ছে।এরই মধ্যে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের দাবি, নির্বাচনী বিধিভঙ্গ নিয়ে এখনও পর্যন্ত যত অভিযোগ করা হয়েছে, তার মধ্যে মাত্র ১৬টি ক্ষেত্রে নোটিস জারি করেছে কমিশন। তার মধ্যে বিজেপিকে পাঠানো নোটিসের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কম। তৃণমূলের অভিযোগ, কমিশনের পক্ষপাতিত্বের সব থেকে বড় প্রমাণ এটাই।

এদিন মমতা বলেন, ‘নির্বাচন কমিশন তো কলের পুতুল! মোদি ঘোরাচ্ছেন, ওরা ঘুরছেন। আড়াই মাস ধরে দেশে নির্বাচন চলছে। আর বুঝি কাজ নেই দেশে? পাঁচ বছরের মধ্যে এক বছর যদি নির্বাচনেই চলে যায়, তা হলে চার বছরে সব কাজ হবে কী করে? এই গরমে এত কষ্ট হচ্ছে মানুষের, কমিশন কি একবারও এসে দেখে গিয়েছে?’ তাঁর সংযোজন, ‘শুধু মোদীবাবুকে সুযোগ দেওয়ার জন্য বসে রয়েছে কমিশন। তিনি যাতে সারা দেশ ঘুরে প্রচার করতে পারেন, সেই জন্যই এমন দীর্ঘ ভোট পর্ব।’

‘বাইরে থেকে সাহায্য দিয়ে সরকার গঠন করে দেব’, INDIA জোট নিয়ে বড় ঘোষণা মমতার
এরই মধ্যে কমিশন সূত্রের খবর, ১৪ মে পর্যন্ত সি-ভিজ়িল অ্যাপ এবং কমিশনের পোর্টালের মাধ্যমে ৪ লক্ষ ২২ হাজার ৪৩২ অভিযোগ জমা পড়েছে। আবার সুবিধা পোর্টালের মাধ্যমে ২ লক্ষ ৩১ হাজার ৪৭৯ হাজার অভিযোগ জমা পড়েছে। কিন্তু বিরোধীদের বিরুদ্ধে কমিশন সক্রিয় হলেও, বিজেপি-র বিরুদ্ধে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ ‘ইন্ডিয়া’ শিবিরের।

Mamata Banerjee : ‘যতই চোর বলুন গায়ে ফোসকা পড়বে না’ ব্যারাকপুরের সভা থেকে মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মডেল কোড অফ কন্ডাক্টকে কটাক্ষ করে ‘মোদী কোড অফ কন্ডাক্ট’ নামে অভিহিত করেছেন৷ বিরোধীদের দাবি, কমিশনের তরফে এখনও পর্যন্ত নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে মোট ১৬টি নোটিস জারির ঘটনা সামনে এসেছে৷ এই ১৬টি নোটিসের মধ্যে মাত্র তিনটি নোটিস জারি করে জবাব তলব করা হয়েছে বিজেপির কাছ থেকে৷ কংগ্রেসের ক্ষেত্রে সংখ্যাটা ৬, আপের ক্ষেত্রে ২, বিআরএস-র ক্ষেত্রে ৩৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *