Ranveer Singh Airport Fan Moment : ফ্যানের আবদার মিটিয়ে ভাইরাল রণবীর সিং – bollywood actor ranveer singh spotted at mumbai airport taking selfie with fan watch viral video


বছরের শুরুতেই শোনা গিয়েছিল রণবীর সিং উরি খ্যাত পরিচালক আদিত্য ধরের পরের ছবির শ্যুটিং শুরু করবেন মে মাসেই। সেই কাজ শুরু করে ফেলেছেন কি না তা নিয়ে এখনও কোনও স্পষ্ট ইঙ্গিত মেলেনি। তাঁর এই লুক আদিত্য ধরের ছবির জন্যে নাকি ডন ৩-এর জন্যে সে নিয়েও বিস্তর ধোঁয়াশা আছে। তবে যে বিষয়টি নিয়ে কারও মনে কোনও ধোঁয়াশা নেই, তা হল রণবীরের ক্রেজ মহিলা ফ্যানদের মধ্যে জাস্ট আনবিলিভেবল! বৃহস্পতিবারও এয়ারপোর্টে পৌঁছাতেই এক ফ্য়ানের জবরদস্ত আবদার। একটা সেলফি প্লিজ। রণবীর তো এমন আবদার ফেলতেই পারেন না! অতএব মিষ্টি এক মুহূর্ত আমাদের লেন্সবন্দি হল! আসুন দেখে নিন সেই ভাইরাল ভিডিয়ো। দেশ থেকে বিদেশের নানা খবরে বিশেষ করে রাজনীতি, খেলা ও বিনোদন সংক্রান্ত যাবতীয় খবরে আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *