জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন অধিনায়ক সুনীল ছেত্রী। ৬ জুন কলকাতায় কুয়েতের বিরুদ্ধে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন তিনি। নিজের অবসর ঘোষণা করলেন ভারতীয় ফুটবল আইকন। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে অবসরের ঘোষণা করেন। সেই ম্যাচই দেশের জার্সি গায়ে সুনীলের শেষ ম্যাচ।
আরও পড়ুন, Neeraj Chopra: এবার দেশের মাটিতে নীরজের বর্শামঙ্গল, ‘সোনার’ ছেলের আবার সোনা
I’d like to say something… pic.twitter.com/xwXbDi95WV
— Sunil Chhetri (@chetrisunil11) May 16, 2024
৩৯ বছর বয়সী সুনীল দেশের হয়ে এখনও পর্যন্ত ১৪৫টি ম্যাচ খেলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে দেশের হয়ে ৯৩টি গোল। সুনীল ছেত্রীই ৬ জুন বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ শেষেই নিজের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে ইতি টানছেন।
আরও পড়ুন, Sarat Samity: এনসিসি অনূর্ধ্ব-১৯ জুনিয়র ওয়ান ডে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন শরৎ সমিতি..
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)