উঃ ২৪ পরগনা থেকে হাওড়া-হুগলি, শনি থেকে আর কোন কোন জেলায় বন্ধ মদের দোকান? – nadia north 24 parganas howrah hooghly paschim medinipur liquor sell will stop from 18 may 6 pm for 48 hours


দেশজুড়ে সাতদফায় চলছে লোকসভা নির্বাচন। আগামী ২০ মে সাতটি কেন্দ্রে পঞ্চম দফায় অনুষ্ঠিত হতে চলেছে ভোট। আর বিধি মোতাবেক পানশালা বন্ধ নিয়ে নির্দিষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে আবগারি দফতরের পক্ষ থেকে।

টানা বন্ধ মদের দোকান?

২০ মে রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চম দফার নির্বাচন। এদিন ভোট হবে হুগলি, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ এবং আরামবাগে। আর এই কারণে নিয়ম মোতাবেক ১৮ মে সন্ধ্যা ৬টা থেকে মদের দোকান বন্ধ থাকবে নদিয়া, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে। উল্লেখ্য, পঞ্চম দফায় আরামবাগ কেন্দ্রে নির্বাচন। আর সেই কারণে পশ্চিম মেদিনীপুরে মদের দোকান বন্ধ রাখা হবে। ১৯ মে সারাদিন এই জেলাগুলিতে পানশালা বন্ধ থাকবে। ২০ তারিখ নির্বাচন চলাপর্যন্ত এই নির্দেশ কার্যকর হবে।

রাজ্যে ষষ্ঠ দফায় নির্বাচন পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটালে। আর সেই জন্য ২৩ তারিখ সন্ধ্যা ৬টা থেকে মদের দোকান বন্ধ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে। ২৫ তারিখ নির্বাচন চলাকালীন সংশ্লিষ্ট জেলাগুলিতে বন্ধ থাকবে মদের দোকান।

১ জুন সপ্তম দফায় রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, যাদবপুর, বারাসত, বসিরহাট এবং দমদম। আর সেই জন্য ৩০ তারিখ সন্ধ্যা ৬টা থেকে পানশালা বন্ধ থাকবে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতাতে। এরপর ৩১ তারিখ সারাদিন মদের দোকান বন্ধ থাকবে। ১ তারিখ ভোটের পর তা খোলা হবে।

উল্লেখ্য, ভোটের সময় পানশালাগুলিতে বিশেষ নজর রাখা হয়ে থাকে। কোনও কারণে যদি স্বাভাবিকের থেকে বিক্রি ৩০ শতাংশ বেড়ে যায় তাহলে তার কারণ খতিয়ে দেখে আবগারি দফতর।

৪ জুন ভোট গণনা। আর ৪ তারিখ সারাদিন রাজ্যের সমস্ত জেলায় যাবতীয় পানশালা বন্ধ রাখা হবে। উল্লেখ্য, রাজ্যে এবার সাত দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ১৯ এপ্রিল শুরু হয় লোকসভা নির্বাচন। প্রথম দফায় ভোট হয় কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিঙে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।

নজরে পানশালা, মদের দোকান! ভোটের সময় সুরাপ্রেমীদের কোন কোন বিশেষ নিয়ম মানতে হয় জানেন?

তৃতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হয় মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর। চতুর্থ দফার নির্বাচন অনুষ্ঠিত হয় বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর এবং আসানসোল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *