মমতা বন্দ্যোপাধ্যায়,ঝাড়গ্রামের সভায় চপ্পল ছিঁড়ল মুখ্যমন্ত্রীর, সেফটি পিন দিয়েই জুতো সেলাই করলেন মমতা, বললেন… – mamata banerjee sewed her own shoes on stage at lok sabha election rally


টানা প্রায় দেড় মাস নির্বাচনী প্রচারে রয়েছে তিনি। ছুটে যাচ্ছেন একের পর এক জেলায়। পরনে সেই চেনা সাজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। নীল বা সবুজ পাড়ের সাদা শাড়ি, পায়ে হাওয়াই চটি। এই চেনা বেশেই আপামোর জনগণ দেখে এসেছেন তাঁকে। শুক্রবার, ঝাড়গ্রামের জনসভাতেও তার অন্যথা হয়নি। তবে মঞ্চে উঠে বক্তৃতা দিতে গিয়ে বিপত্তি। হঠাৎ, তাঁর হাওয়াই চটি ছিঁড়ে যায়। সভার মাঝেই নিজেই চটিতে সেফটি পিন লাগিয়ে ফের সভা চালিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়।শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভার অন্তর্গত গজাশিমুলে জনসভা করেন মুখ্যমন্ত্রী । ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালিপদ সোরেনের সমর্থনে জনসভা করেন তিনি। সেখানেই সভার মাঝে হাওয়াই চটি ছিঁড়ে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিজেই সেফটি পিন দিয়ে সেলাই করলেন জুতো।

লক্ষ্মীর ভাণ্ডার শুরু করার ভাবনা কীভাবে এল? জানালেন মমতা

মঞ্চে তাঁর বক্তৃতা শেষের পর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রতিটি সভাতেই। বক্তব্য শেষের পর তিনি লক্ষ্য করেন, তাঁর পায়ের চটি ছিঁড়ে গিয়েছে। মঞ্চ থেকেই অন্যান্য সহকর্মীদের তিনি বলেন, ‘এবার খালি পায়ে যাব নাকি? একটা সেফটি পিন জোগাড় করো।’ মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা প্রথমে তোড়জোড় শুরু করেন নতুন জুতো আনার। কিন্তু সেটাতেও সময় লাগবে।

Mamata Banerjee: কলের পুতুল ইসি, ফের কটাক্ষ মমতার
এরপর তিনি নিজেই বলেন, ‘ইন্দ্রনীল তুমি সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করো। আমি জুতোতে সেফটি পিন লাগিয়ে নিচ্ছি। আসলে ওর দোষ কিছু নেই। জুতোর যা আয়ু তার থেকে বেশি হেঁটে ফেলেছি।’ এরপর তাঁকে মঞ্চতেই দেখা যায় নিজের জুতো খুলে সেফটি পিন লাগিয়ে নিতে। মঞ্চের মাঝেই চেয়ারে বসে জুতো ঠিক করে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তিনি।
এদিনের সভায় হাজির ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। তিনি বলেন, ‘হঠাৎ করেই দেখলাম, ওঁর চটি ছিঁড়ে গিয়েছে। তারপর উনি নিজেই সেফটি পিন দিয়ে সেটা সেলাই করে নিলেন। আমরা গর্বিত, যে ওঁর মতো মানুষের সৈনিক হতে পেরেছি। আমি অনেক মন্ত্রী, নেতাদের দেখেছি, আমাদের মুখ্যমন্ত্রীর মতো মানুষ আর হয় না।’ উনি অতি সাধারণ একজন মানুষ, সাধারণ মানুষের মতোই চালচলন তাঁর, আজকের ঘটনাতেই সেটা প্রমাণ পেল আরেকবার, বলে জানান বীরবাহা ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *