Abhishek Banerjee : ‘এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম’, ছবি দেখিয়ে অভিজিৎ-কে তুলোধোনা অভিষেকের – abhishek banerjee slams bjp candidate abhijit ganguly at tamluk lok sabha election rally


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশালীন মন্তব্যের কারণে ইতিমধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করেছে নির্বাচন কমিশন। তমলুকের মাটিতে দাঁড়িয়ে এবার সেই বিজেপি প্রার্থীকে তুলোধোনা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তমলুকের রোড শো থেকে একটি নির্দিষ্ট ছবি দেখিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কড়া জবাব অভিষেকের।তমলুকের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টচার্য-র সমর্থনে এদিন একটি রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই দর্শকদের উদ্দেশে একটি ছবি তুলে ধরেন অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ‘দাম’ সংক্রান্ত একটি বাক্য ব্যবহার করে অশালীন ভাষায় আক্রমণ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই বক্তব্যের বিরুদ্ধে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই বক্তব্য টেনে এদিন আক্রমণ করেন অভিষেক।

যে ছবিটি তুলে দর্শকদের সামনে দেখানো হয়, সেখানে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌজন্য সাক্ষাৎ করছেন। একে অপরকে হাত জড়ো করে নমস্কার জানাচ্ছেন। সেই ছবি দেখিয়ে অভিষেক বলেন, ‘এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁর দাম তুমি জিজ্ঞাসা করেছো, সেই মমতাকেই হাত জড়ো করে মাথা নিচু করে তোমাদের নেতা নমস্কার জানাচ্ছেন। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম।’

অভিষেক অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করে আরও বলেন, ‘যে মহিলা বাংলার দু’কোটি বারো লাখ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, লাখ লাখ বোনেদের কন্যাশ্রী দিয়েছেন, ১০ কোটি মানুষের বাড়িতে বাড়িতে বিনামূল্যে রেশন পৌঁছে দিয়েছেন, সেই মহিলাকে কখনও দিলীপ ঘোষ পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলছেন, আবার কখনও তমলুকের প্রার্থী দাম জিঞ্জেস করছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম বাংলার ১০ কোটি মানুষের দাম, সতীশ সামন্তের বিপ্লবীর মাটির দাম।’

Abhishek Banerjee Hooghly Campaign : ‘এদের ঔদ্ধত্য ও অহংকার আমি ভেঙে চূর্ণ বিচূর্ণ করব’ হুঁশিয়ারি অভিষেকের

প্রসঙ্গত, অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন। বিচারপতি পদ থেকে অবসর গ্রহণ করে তিনি বিজেপি দলে যোগদান করেন এবং পরবর্তীকালে বিজেপির টিকিটে তমলুক আসন থেকে লোকসভা নির্বাচনে লড়ছেন। তাঁকে কটাক্ষ করে অভিষেক বলেন, ‘যে নরেন্দ্র মোদীর টিকি ধরে তুমি রাজনীতি করো, সে মাথা নীচু করে প্রণাম করছেন , এটা বাংলার মাটি, দুর্জয় ঘাঁটি। এই মাটিকে কলুষিত হতে দেবেন না, কলঙ্কিত হতে দেবেন না। অভিজিতবাবু আপনার দামটা তো সবাই জানে। আপনি লোকেদের চাকরি খেয়েছেন। যুব সমাজের কর্ম সংস্থানের নিয়োগপত্র কেড়ে নিয়েছেন বিজেপির কথায় আর সিপিএমের কথায়।’

Abhishek Banerjee: মোদীর মঞ্চে তাঁকে ডাকার চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক
এদিন তমলুক রাজ ময়দান থেকে রোড শো শুরু হয়। তমলুক হাসপাতাল মোড়ে গিয়ে শেষ হয়। সেখানেই দাঁড়িয়ে বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন রোড শোতে উপস্থিত ছিলেন প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল নেতা তথা অবজারভার রাজীব বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান সৌমেন কুমার মহাপাত্র, বিধায়ক সুকুমার দে, তিলক চক্রবর্তী সহ অন্যান্যরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *