Cyber Crime News,ফেসবুক বিজ্ঞাপনে ৫ লাখ লোন দেওয়ার প্রতিশ্রুতি, ফাঁদে পা দিয়ে ‘সর্বস্ব’ খোয়ালেন উত্তর ২৪ পরগনার যুবক – south 24 parganas youth lost 61 thousand rupees in a cyber scam


সাইবার প্রতারণা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করছে পুলিশ। নিয়মিত চলছে প্রচার। কিন্তু, তা সত্ত্বেও কি হুঁশ ফিরছে? এবার ফেসবুকে বিজ্ঞাপন দেখে লোন নিতে গিয়ে হাজার হাজার টাকা খোয়ালেন উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার স্বরূপনগরের উত্তরপাড়ার যুবক বুলবুল সর্দার। জানা গিয়েছে, তাঁকে পাঁচ লাখ টাকা লোন দেওয়ার নামে ৬১ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারকরা। ওই যুবক প্রতারকের ছবিসহ আধার কার্ড এবং অন্যান্য তথ্য নিয়ে ইতিমধ্যেই স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ফেসবুকে প্রতারণার ফাঁদ?

এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভারতে বেশ জনপ্রিয়। কিন্তু, সেই সুযোগে ফেসবুকে পাতা হচ্ছে প্রতারণার ফাঁদ? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি লোন দেওয়ার বিজ্ঞাপন দেখেন বুলবুল। টাকার প্রয়োজন ছিল তাঁর। আর তাই সাত পাঁচ না ভেবে ওই বিজ্ঞাপনটি দেখেই আবেদন জানান তিনি।

কিন্তু, সেই সময়ও তিনি ঠাহর করতে পারেননি তাঁর জন্য ঠিক কী অপেক্ষা করছে। বুবুলের দাবি, ‘আমি ফেসবুকের বিজ্ঞাপন দেখে পাঁচ লাখ টাকা লোনের জন্য আবেদন করেছিলাম। প্রথমে ওরা আড়াই হাজার টাকা দিতে বলেছিল। তা দিয়েছিলাম। এখন একের পর এক দাবি করছে। ২৪ হাজার ৯৯৯ টাকা দিয়ে এনওসি নিতে বলেছে। তারপর আমার লোন পাস করবে বলেছে।’

তাঁর আরও সংযোজন, ‘আমি গোটা বিষয়টার মধ্যে একটা ভুয়ো এবং ধান্দাবাজির গন্ধ পেয়েছিলাম। তাই থানায় যায় অভিযোগ করতে। আমার থেকে চার দফায় ওরা টাকা নিয়েছে। এখন সেই টাকাটা ফেরত চাইছি। একটা ভুল করে ফেলেছি। কিন্তু, আমার মতো সমস্যায় কেউ পড়ুক তা চাই না।’ জানা গিয়েছে, অভিযোগের উপর ভিত্তি করে গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, সাইবার প্রতারণা নিয়ে নিয়মিতভাবে প্রচার চালানো হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন শিবিরের মাধ্যমে। সেখানে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আকর্ষণীয় অফারে সাড়া দেওয়ার আগে বারংবার যাচাই করে নেওয়া, কাউকে আগে থেকে অর্থ না দেওয়া নিয়ে সচেতন করা হয়েছে একাধিকবার।

ডেটিং অ্যাপে বান্ধবীর ছবি লাগিয়ে প্রতারণার ছক, ‘বেস্টি’-র সঙ্গে ছবি ক্লিকের আগে সাবধান!

বিশেষজ্ঞদের একাংশের কথায়, ‘সাধারণ মানুষকে এই নিয়ে সচেতন হতে হবে।’ তার উপর ভিত্তি করেই এই প্রতারণা পুরোপুরি না হলেও অনেকটাই ঠেকানো সম্ভব, এমনটাই দাবি তাঁদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *