সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে সর্বত্র শোরগোল যে,রিমাল নামক ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। কিন্তু, সত্যি কি কোনও সাইক্লোন ধেয়ে আসছে? আদেও তার প্রভাব বাংলায় পড়বে? এই বিষয়ে জানতে আমরা পৌঁছে গিয়েছিলাম। ঠিক কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? আগামী ২৩ তারিখ নাগাদ একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে তা নিম্নচাপে পরিণত হয়ে সাইক্লোনের রূপ নেবে কিনা তা এখনও স্পষ্ট নয়। এই প্রসঙ্গে এখনও পর্যন্ত ঠিক কী জানা যাচ্ছে? সত্যি কি বঙ্গে ধেয়ে আসছে সাইক্লোন রিমাল? সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এই নিয়ে একাধিক তথ্য ঘুরছে লোকজনের ‘হাতে হাতে’। কিন্তু, সত্যিটা ঠিক কী? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? বিস্তারিত রইল ভিডিয়োতে। Watch The Bengal Video.