
কলকাতা মেট্রোর ইতিহাস ফুটে উঠছে গ্যালারিতে
একটা সময় ঠাকুর পরিবারের সম্পত্তি ছিল BITM-এর এই জাদুঘর ভবনটি। এই ভবনেরই একদম নিচের তলায় গড়ে তোলা হয়েছে এই গ্যালারি। নদীর নীচে দিয়ে কী ভাবে মেট্রো চলাচল করে দর্শকরা তাও দেখতে পাবেন এক ত্রিমাত্রিক মডেলের সাহায্যে। পাশাপাশি আরও একটি ত্রিমাত্রিক মডেলের মাধ্যমে ভূগর্ভস্থ মেট্রো স্টেশনের বিভিন্ন স্তর, ভূপৃষ্ঠের ওপরের স্তর এবং মেট্রোর যাতায়াতের গোটা বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন দুষ্প্রাপ্য ও পুরোনো আলোকচিত্রও থাকছে এই গ্যালারিতে। এই গ্যালারিতে এলে বিশ্বের কোন কোন দেশে মেট্রো চলে এবং সেই মেট্রো কবে চালু হয়েছিল সেই ব্যাপারে সম্যক ধারণা পাওয়া যাবে। বিভিন্ন দুষ্প্রাপ্য ও চিত্তাকর্ষক সামগ্রী দিয়ে সাজান এই গালারিটি দেখে বেরোনোর মুখে দর্শকরা দেখতে পাবেন মেট্রোর পুরোনো টিকিট ও স্মার্ট কার্ড। ১৯৫৯ সালে স্থাপিত এই সংগ্রহশালা ফেলে আসা সময়কে ফিরে পেতে এবং সেই স্মৃতিরোমন্থন করার সুযোগ করে দেবে।

সেজে উঠছে গ্যালারি
মেট্রো রেলের পক্ষ থেকে বিভিন্ন দুষ্প্রাপ্য ছবি, নকশা এবং অন্যান্য সামগ্রী দিয়ে এই গ্যালারিটিকে সাজিয়ে তোলা হয়েছে। আগামীদিনে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, বিজ্ঞানপিপাসু ব্যক্তি, গবেষক, এমনকী মেট্রো রেলের যাত্রীদের কাছেও এক আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠতে চলেছে এই গ্যালারি। এক কথায় বলতে গেলে এই গ্যালারিতে পা রাখলে অনেক অজানা তথ্য ও ইতিহাস উন্মোচিত হবে দর্শকদের সামনে। আর শুধু অতীত নয়, ভবিষ্যতের পৃথিবী কেমন হতে পারে সেই বিষয়েও একটি ধারণা মিলবে এই গ্যালারিতেই। সেক্ষেত্রে ভবিষ্যতে কলকাতার দ্রষ্টব্য জায়গাগুলির মধ্যে, এই গ্যালারিও নিজের স্থান পাকা করে নিতে পারে, তা বলাই যায়।