Laxmir Bhandar,অভিষেকের মায়ের কথাতেই প্রথম লক্ষ্মীর ভাণ্ডারের ভাবনা! জানালেন স্বয়ং মমতা – mamata banerjee says abhishek banerjee mother has a huge role to play behind laxmir bhandar scheme


তৃণমূল সরকারের অন্যতম সফল উদ্য়োগ হল ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প। বর্তমানে বিরোধীদের মুখেও প্রচারের সময় এই প্রকল্পটিতে টাকা বাড়ানোর কথা শোনা যাচ্ছে। কিন্তু, কী ভাবে এই প্রকল্পের কথা মাথায় এসেছিল? বৃহস্পতিবার এগরায় জনসভা থেকে এই বিষয়ে প্রথমবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার চালু করার নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ের যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তা জানাতে ভোলেননি তৃণমূল সুপ্রিমো।

ঠিক কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

বৃহস্পতিবার এগরায় সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, ‘নোটবন্দির সময় আধঘণ্টার মধ্যে সাংবাদিক বৈঠক করে বলেছিলাম এতে দেশের ক্ষতি হতে চলেছে। অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে দিদি আপনি কী ভাবে এত তাড়াতাড়ি বিষয়টি আন্দাজ করলেন!’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ‘অভিষেকের মা লতা আমার কাছে থাকে, ও আমার দেখাশোনা করে। ওঁর সহকারী দুই হাজার টাকা সেই সময় চেয়েছিল কারণ ব্যাঙ্ক পাঁচশো-হাজার টাকা দেবে না। সেই সময় আমি লতাকে বলেছিলাম, তোর তো জমানো টাকা রয়েছে, তা হলে?’

তৃণমূল সুপ্রিমো আরও বলেন, ‘ও সেই সময় বলেছিল, কোথায় জমানো টাকা। লক্ষ্মীর ভাণ্ডারে যে টুকু টাকা লুকিয়ে চুরিয়ে রাখতাম তাও নোটবন্দি কেড়ে নিল। সেই সময় আমি ভেবেছিলাম বাংলার মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার আমি কোনও মতেই কেড়ে নিতে দেব না। আগেকার দিনে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা জমিয়ে রাখতেন। সেই টাকাটাই প্রয়োজন পড়লে খরচ করতেন। আপনাদের আজ একটা কথা বলি, আমারও একটা লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে। সেখানে পাঁচ, দশ টাকা রাখি। প্রয়োজনে ওই টাকাটা আমার কাজে লাগবে।’

উল্লেখ্য, লোকসভা নির্বাচনজুড়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে ব্যাপক চর্চা চলেছে। এক বিজেপি নেত্রী হুংকার দিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার। যদিও যতদিন তৃণমূল ক্ষমতায় থাকবে ততদিন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার ক্ষমতা কারও নেই, স্পষ্ট করেছেন মমতা এবং অভিষেক দুই জনেই।

তিন গুণ থেকে ১০০ টাকা বৃদ্ধি! বন্ধের হুঁশিয়ারিও, মমতার ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এ নজর বিজেপিরও?

এদিকে বঙ্গে প্রচারে এসে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে উলটো সুর শোনা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কণ্ঠে। তিনি একটি সভা থেকে বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে এই অর্থ তিন গুণ করে দেওয়া হবে, অপর সভা থেকে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ ১০০ টাকা বলেছিলেন তিনি। এই নিয়ে গেরুয়া শিবিরের নেতা রাহুল সিনহার অবশ্য দাবি, বিজেপি ক্ষমতায় এলে টাকা বাড়বে নিশ্চিত। কত বাড়বে তা আলোচনা সাপেক্ষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *