Monsoon In West Bengal,জুনের প্রথম সপ্তাহেই দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ! সোম-মঙ্গল দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা – monsoon to enter in west bengal on first week of june south bengal and kolkata may witness rainfall from monday


ফের একবার গরম বাড়ছে। কবে হবে বৃষ্টি? প্রশ্ন আম জনতার। এরই মধ্যে এবার দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। জুন মাসের প্রথম সপ্তাহের শেষে বা দ্বিতীয় সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত।

তাপপ্রবাহের সতর্কবার্তা

ফের একবার তাপমাত্রা বাড়ছে। সপ্তাহের শেষে রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। শনি ও রবিবার উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের ছয় জেলায় হতে পারে তাপপ্রবাহ। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। আগামী চার দিনে আরও বাড়বে তাপমাত্রার পারদ। রবিবার থেকে মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যে। সঙ্গে বিক্ষিপ্তভাবে হতে পারে কালবৈশাখী। একইসঙ্গে উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

কলকাতার তাপমাত্রা হু হু করে বাড়ছে। এদিন শহরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরে থাকার সম্ভাবনা রয়েছে। তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি এবং শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৪৬ শতাংশ।

সোম এবং মঙ্গলবার কলকাতাতে হতে পারে বৃষ্টিপাত। এই দুই দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নেই। তাপমাত্রা বৃদ্ধির জন্য অস্বস্তি বাড়বে। শনিবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান এই চার জেলায় তাপপ্রবাহ হতে পারে। রবিবারও একই পরিস্থিতি বজায় থাকতে পারে জেলাগুলিতে। রবিবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়।

বর্ষা নিয়ে আপডেট

বাংলায় নির্ধারিত সময়ে প্রবেশ করতে চলেছে বর্ষা। কেরালাতেও বর্ষা ঢুকবে নির্দিষ্ট সময়ের আগে, এমনটাই জানাচ্ছেন আবহবিদরা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৯ মে রবিবার দক্ষিণ আন্দামান সাগর নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা প্রবেশ করবে নির্দিষ্ট সময়ের তিন দিন আগে। কেরালাতে ১ জুন সাধারণত বর্ষা প্রবেশ করে। কিন্তু, এবার ৩১ মে সেখানে প্রবেশ করতে পারে মৌসুমী বায়ু।

সাইক্লোন রিমাল নিয়ে আপডেট

মে মাসের শেষেই আছড়ে পড়তে পারে সাইক্লোন রিমাল এই আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু, এখনই এই নিয়ে কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর। অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *