TMC Education Cell Raj Bhavan Obhijan : রাজ্যপালের পদত্যাগ চেয়ে তৃণমূল শিক্ষা সেলের রাজভবন অভিযান – tmc education cell raj bhavan obhijan in demand of resignation of cv ananda bose clash with police watch video


Embed

তৃণমূলের শিক্ষা সেলের রাজভবন অভিযান ঘিরে কার্যত তুলকালাম কাণ্ড শহরের রাজপথে। তৃণমূলের শিক্ষা সেলের মিছিল এগোতে থাকলে রাজভবনের অদূরে গার্ডরেল দিয়ে মিছিল আটকায় পুলিশ। বাধা অতিক্রম করে রাজভবনে পৌঁছনোর চেষ্টা করেন মিছিলকারীরা। এর জেরেই পুলিশের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তাঁরা। তৃণমূল শিক্ষা সেলের রাজভবন অভিযান ঘিরে এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের সঙ্গে দফায় দফায় চলে ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। রানি রাসমনি অ্যাভিনিউ থেকে মিছিল করে রাজভবনের উদ্দেশে যায় শাসকদলের শিক্ষক ও অধ্যাপক সংগঠনের সদস্যরা। সেখানে গার্ডরেল দিয়ে তাঁদের আটকায় পুলিশ। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে তাঁর পদত্যাগের দাবি জানান হয়। বিস্তারিত জানুন ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *