West Bengl News,বারান্দার পড়ে খণ্ড বিখণ্ড দেহ, পাথরপ্রতিমায় দুই বোনকে কুপিয়ে খুনের অভিযোগ – two sisters allegedly killed by miscreants at pathar pratima south 24 parganas


দুই বোনকে কুপিয়ে খুনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের দিগম্বর পুর গ্রাম পঞ্চায়েতের ভোলাহাট থানার গুরুদাসপুর এলাকায়। নিহতদের নাম বাসন্তী প্রামাণিক ও বিশা প্রামাণিক। শুক্রবার সকালে বাড়ির বারান্দায় তাঁদের দেহ খণ্ড বিখণ্ড অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঠিক কী কারণে এই ঘটনা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।জানা গিয়েছে, ওই বাড়িতে বাসন্তী প্রামাণিক ও বিশা প্রামাণিক দুই বোনে মিলেই থাকতেন। বাড়িতে আর কেউ থাকতেন না। শুক্রবার সকালে স্থানীয় এক যুবক দুই বোনকে খণ্ড বিখণ্ড অস্থায় পড়ে থাকতে দেখেন বাড়ির বারান্দায়। সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ে। বাড়ির সামনে জড়ো হতে থাকেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি খবর দেওয়া হয় পাথরপ্রতিমা থানাতেও। খবর পেয়েই দ্রুত এলাকায় পৌঁছয় পুলিশ। যদিও ঠিক কী কারণে এই ঘটনা, তা নিয়ে নির্দিষ্টভাবে এখনই কিছু জানা যায়নি।

এই বিষয়ে নিহতদের এক আত্মীয়া জানান, তিনি সকালেই বিষয়টি জানতে পেরেছেন। বাসন্তী ও বিশা দুই বোন মিলেই ওই বাড়িতে থাকতেন। তবে কারও এমন শত্রুতা থাকতে পারে, যে তাঁদের কুপিয়ে খুন করা হল, তা কার্যত ভাবতেই পারছেন না নিহতদের ওই আত্মীয়া। ঘটনার জেরে গোটা এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। পুলিশ সূত্রে খবর, দুই বোনের কারও সঙ্গে পুরনো কোনও শত্রুতা ছিল কি না, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিস্তারিত জানতে রিফ্রেশ করুন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *