Adhir Ranjan Chowdhury : হাইকমান্ডের হুঁশিয়ারিতেও অনড়, রাজ্যে ‘নৈতিক বিরোধিতা’র সাফাই অধীরের – adhir ranjan chowdhury opposed national congress direction over tmc ahead lok sabha election


হয় হাইকমান্ডের কথা মানতে হবে, নাহলে বেরিয়ে যেতে হবে – প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে কড়া বার্তা দিয়েছেন জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এবার দলের হাইকমান্ডের বিরুদ্ধেই সুর চড়ালেন অধীর রঞ্জন চৌধুরী।আজ, শনিবার একটি সাংবাদিক বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সোজাসাপ্টা জানিয়ে দেন, লোকসভা নির্বাচন মেটার পর সরকার গঠনের ক্ষেত্রে কী পদক্ষেপ করা হবে, সেটা ঠিক করবে হাইকমান্ড। মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের তরফে অবশ্যই ইন্ডিয়া জোটের শরিক মনে করা হচ্ছে। সেক্ষেত্রে, ইন্ডিয়া জোটের ব্যাপারে অধীর চৌধুরী নীতি নির্ধারণ করবে না বলেই জানিয়ে দেন খাড়গে।

যদিও, ভাঙলেও মচকাতে রাজি নন অধীর। এবার হাইকমান্ডের বিরুদ্ধেও খানকিটা সুর চড়ালেন তিনি। সাংবাদিক বৈঠকে অধীর বলেন, ‘আমিও কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য। আমিও হাইকমান্ডেরই লোক!’ এই রাজ্যে তিনি নৈতিকতার জন্য লড়াই করছেন বলে দাবি করেন অধীর।

অধীর আরও জানান, আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। আমাকে কেউ খতম করবে আমি তাঁকে খাতির করব তা তো হয়না। এটা হতে পারে না। আমার বিরোধিতার মধ্যে কোনও ব্যক্তিগত বিদ্বেষ নেই। আমার বিরোধিতা পশ্চিমবঙ্গে আমার পার্টিকে বাঁচিয়ে রাখার বিরোধিতা। এই লড়াই আমি থামাতে পারিনা। কারণ আমি দলের একজন একনিষ্ঠ কর্মী।

Adhir Ranjan Chowdhury : ‘তৃণমূলে অনেক ভালো ভালো কর্মী আছে’, বললেন অধীর চৌধুরী

অর্থাৎ, হাইকমান্ড নির্দেশ দিলেও তিনি যে বিরোধিতা বন্ধ করবেন না, সে কথা সুস্পষ্ট ভাবে জানিয়ে দেন অধীর। লোকসভা নির্বাচনের আগে থেকেই তিনি লাগাতার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে এসেছেন। প্রসঙ্গত, এই বিষয় নিয়ে কিছুদিন আগে বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, অধীরের এহেন চরম বিরোধিতা নিয়ে তিনি কংগ্রেস হাইকমান্ডের ( নাম বলতে চাননি) নেতার সঙ্গে আলোচনা করেছেন। সেই নেতা বলা সত্ত্বেও অধীর সেটা মেনে চলেননি বলে জানান অভিষেক।

Adhir Ranjan Chowdhury : ‘স্বপ্নই থেকে যাবে’, BJP-র ৪০০ আসনের টার্গেট নিয়ে বড় দাবি অধীরের
এদিকে, ইন্ডিয়া জোটে লোকসভা নির্বাচনের পর সরকার গঠন হলে তৃণমূলের ভূমিকা কী হবে, সেই নিয়ে নিজের অবস্থান জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার তমলুকের একটি জনসভা থেকে মমতা বলেন, ‘সর্বভারতীয় স্তরে আমরা বিরোধী জোট ইন্ডিয়া তৈরি করেছিলাম। আমরা জোটে থাকব। অনেকে আমায় ভুল বুঝেছে। আমি ওই জোটে আছি।’ তিনি জানিয়ে দেন, এই রাজ্যে কংগ্রেস এবং সিপিএমের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক না থাকলেও তৃণমূল কংগ্রেস জাতীয় স্তরে ইন্ডিয়া জোটে থাকবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *