Dev,ভাইরাল অডিয়ো নিয়ে মুখ খুললেন দেব, আইনি পদক্ষেপের সিদ্ধান্ত তৃণমূল প্রার্থীর – dev says he will take legal action against the viral audio


সম্প্রতি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্য়ায় এক্স হ্যান্ডেল থেকে একটি অডিয়া শেয়ার করেন। যেখানে এক মহিলা এক ব্যক্তিকে ফোন করে দাবি করছেন তাঁর কাছে চাকরির জন্য ৯ লাখ টাকা নেওয়া হয়েছে। এই অডিয়োটির সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। হিরণ দাবি করেছিলেন, পুরুষ কণ্ঠটি ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী দেবের।এই নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার এই অডিয়ো নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন দেব। পাঁশকুড়ায় ভোট প্রচারে এসে তিনি বলেন, ‘সবংয়ে যে ঘটনা ঘটেছে তা বিজেপির আভ্যন্তরীণ বিষয়। ভাইরাল অডিয়ো নিয়ে আমি আজকেই এফআইআর করছি। রাজনীতিতে খারাপ কথা বলাটা বিজেপির নিয়ম হয়ে গিয়েছে।’

উল্লেখ্য, হিরণ দাবি করেছিলেন, ‘চাকরি নিয়ে একটি বড় চক্র কাজ করছে।’ দেবকে নিশানা করেছিলেন তিনি। সরাসরি আঙুল তুলেছিলেন তাঁর প্রতিনিধি রাম পদ মান্নার দিকে। শুধু তাই নয়, CBI তদন্তের দাবি করেছিলেন তিনি এবং হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন।

ঘাটালের ভোট শিওরে। সেই সময় এই অডিয়ো ভাইরাল হওয়ায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে রীতিমতো তোলপাড় পড়ে যায়। যদিও এই অডিয়োর সত্যতা অস্বীকার করেন দেব। ‘নোংরা রাজনীতি’ করছেন হিরণ, তোপ দেগেছিলেন তিনি। একই সঙ্গে এই অডিয়ো এডিটেড বলেও তৃণমূলের তরফে দাবি উঠেছিল।

এদিকে ভিডিয়োটি যে অসত্য, সেই দাবি করেছিলেন রামপদ মান্নাও। এবার এই নিয়ে আইনি পদক্ষেপ করতে চলেছেন বলে জানালেন দেব। উল্লেখ্য, আগামী ২৫ মে ঘাটাল লোকসভা কেন্দ্রে নির্বাচন। গত দুইটি লোকসভা কেন্দ্রে সেখানে জয়ী হয়েছেন টলিউডের অন্যতম বড় সুপারস্টার দেব। দেবের সঙ্গে ঘাটাল লোকসভা কেন্দ্রের আত্মীক যোগাযোগ।

তাঁর মামার বাড়ি আত্মীয় পরিজনদের বাড়ি এই কেন্দ্রেই পড়ে। সেক্ষেত্রে শুধু তাঁর তারকা হওয়ার বিষয়টি নয়, ভূমিপুত্র হওয়ার কারণেও ভালোবাসার বর্ষণ হয়েছিল বলে মতামত রাজনৈতিক মহলের। এবারে জয়ী হলেই কার্যত হ্যাট্রিক করবেন তিনি।

‘তোমায় সারাবছর বিরক্ত করব না’, দেবকে ভোটে দাঁড়াতে কী ভাবে রাজি করালেন মমতা?

উল্লেখযোগ্যভাবে একাধিক নেতা প্রতিশ্রুতি দিলেও ঘাটাল মাস্টারপ্ল্যান এখনও বিশ বাঁও জলে। যদিও এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজ্যের সাহায্যের জন্য দরবার করেছিলেন দেব। দলের সাংসদের সেই আবেদন ফিরিয়ে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যই এই প্রকল্পের জন্য আর্থিক সাহায্য করবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান দেবও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *