Manisha Koirala Heeramandi,হিরামান্ডিতে ঝলমলে মনীষা বলিউডের কোন কোন ছবি REJECT করেছেন? – heeramandi actress manisha koirala rejected dil to pagal hai biwi no 1 and more films offer for details watch video


Embed

হিরামান্ডির মল্লিকাজানকে নিয়ে এখন চর্চা তুঙ্গে। হঠাত্ করেই যেন মনীষাকে নতুন করে আবিষ্কার করছেন দর্শক। আরে এই তো সেই মনীষা যিনি সঞ্জয়ের হাত তখন ধরেছিলেন। যখন সঞ্জয়কে ইন্ডাস্ট্রির কেউ চিনতেন না। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। তিন খানের সঙ্গে চুটিয়ে অভিনয় করেছেন। মণি রত্নমেরও প্রিয় নায়িকা ছিলেন তিনিই। কেরিয়ারের মধ্য গগনে থাকার সময়ে একাধিক ছবির অফার ফিরিয়েছেন। ডেভিড ধাওয়ানের বাম্পার হিট ছবি Biwi No. 1। দিল তো পাগল হ্যায় ছবিতে করিশ্মার চরিত্রটি প্রথমে নাকি তাঁকেই অফার করা হয়। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া বিধু বিনোদ চোপড়ার ছবি ১৯৪২ আ লাভ স্টোরি বদলে দিয়েছিল মনীষার কেরিয়ার গ্রাফ। তবে মখমলের মতো মসৃণ তাঁর চলার পথও ছিল না। একটা সময়ে নেশায় আশক্ত হয়ে পড়েন। ২০১২ সালে ওভারির ক্যানসারে আক্রান্ত হন মনীষা। চলে দীর্ঘ লড়াই। হার না মানা এক অদম্য জেদে সওয়ার হয়ে ক্যানসারকে বুড়ো আঙুল দেখিয়ে মনীষা ফিরে আসেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *