আমাকে দু’টুকরো করে দিলে ভালো হয়
রচনা বন্দ্যোপাধ্যায়
দেড় মাস ধরে হুগলিতে কার্যত পড়ে রয়েছেন রচনা। এলাকাবাসীর বাড়িতে বাড়িতে গিয়েছেন, কারও বিয়ে বাড়িতে হঠাৎ হাজির হয়ে আশীর্বাদ করে এসেছেন। কথা দিয়েছেন জীবনভর সাধারণ মানুষের পাশে থাকবেন। মানুষের থেকেও এই প্রার্থী সাড়া পেয়েছেন বিস্তর। দিন দুয়েক আগে বৈঁচীতে প্রচারে যাওয়ার কথা থাকলেও তিনি সময়ের অভাবে যেতে পারেননি।
এই নিয়ে দলীয় কর্মীদের মধ্যে সামান্য ক্ষোভ ছিল। এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী মজার ছলে বলেছিলেন, ‘আমাকে দু’টুকরো করে দিলে ভালো হয়। তাহলে আমি সব জায়গায় পৌঁছাতে পারি। না হলে আমার পক্ষে সম্ভব হচ্ছে না সব জায়গায় পৌঁছানো। সকলে আশা করছে। কিন্তু, কিছু করার নেই। সেই জন্য আজ সকালে এসে সেখানে প্রচার করলাম।’
প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর প্রথম দিন সিঙ্গুরে এসে রচনা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে বলেছিলেন, ‘শিল্পের ধোঁয়া তিনি হুগলিতে দেখেছেন। সেখানে প্রচুর শিল্প হয়েছে।’ এই নিয়ে মিম হলেও রচনা স্পষ্ট বলেছিলেন, ‘মিম দেখে তিনি মজা পান। সব পাবলিসিটিই প্রচার। খুব একটা এই সমস্ত কথা গায়ে মাখেন না তিনি।’
এদিকে শনিবার প্রচারের সময় কি ধোঁয়া দেখতে পেলেন এই তারকা প্রার্থী? কিছুটা মজার ছলেই এই প্রশ্ন করা হয়। রচনা আবেগঘন কণ্ঠে বলেন, ‘আজকে ধোঁয়ার জায়গায় নেই। এদিন শুধু মানুষের হাসি মুখ দেখতে পেলাম। যাই হয়ে যাক প্রচুর মানুষের ভালোবাসা নিয়ে ফেরত যাব।’