Rachana Banerjee Didi No 1,ধোঁয়া নয়, প্রচারের শেষ দিনে রচনার মনের বাক্সে বন্দি হুগলির মানুষের ‘হাসি মুখ’ – rachana banerjee says she finds only smiling face on the last day of her election campaign


হুগলিতে ‘রচনা অধ্যায়’। তিনি ‘পপুলার’, সুন্দরী, ‘দিদি নং ১’। রাজনীতির আঙিনায় নবীন হলেও রিয়্যালিটি শোয়ের সঞ্চালনার সুবাদে মানুষের কথা শোনা, আপদে বিপদে পাশে দাঁড়ানোর অভ্যাস আগে থেকেই ছিল। ভোট রাজনীতিতে তাঁর জার্নি মানুষের ভালোবাসায় মোড়া ছিল। কিন্তু, মাঝে মধ্যে ট্রোল বাহিনী টেক্কা দিতে চেয়েছিল। ‘ধোঁয়া ধোঁয়া’ মন্তব্যের ধোঁয়া উড়িয়েও দমানো যায়নি হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে। হাসিমুখে সামলেছেন সব সমালোচনা। ছেঁকে নিজের কাছে রেখেছেন মানুষের ভালোবাসা। ২০ মে হুগলিতে ভোট। প্রচারের শেষ দিনে মানুষের হাসি মুখ সম্বল, অকপট স্বীকারোক্তি এই প্রার্থীর।শনিবার শেষ দিনের প্রচারে বার হয়েছিলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে তিনি পান্ডুয়ার বৈঁচি নুনিয়াডাঙ্গা থেকে একটি রোড শো শুরু করেন। বৈঁচিগ্রাম স্টেশনে তা শেষ হয়। হুডখোলা গাড়িতে জনসংযোগ করেন রচনা। বিকেলে তাঁর প্রচার রয়েছে হুগলি চুঁচুড়া পুরসভা এলাকায়।

আমাকে দু’টুকরো করে দিলে ভালো হয়

রচনা বন্দ্যোপাধ্যায়

দেড় মাস ধরে হুগলিতে কার্যত পড়ে রয়েছেন রচনা। এলাকাবাসীর বাড়িতে বাড়িতে গিয়েছেন, কারও বিয়ে বাড়িতে হঠাৎ হাজির হয়ে আশীর্বাদ করে এসেছেন। কথা দিয়েছেন জীবনভর সাধারণ মানুষের পাশে থাকবেন। মানুষের থেকেও এই প্রার্থী সাড়া পেয়েছেন বিস্তর। দিন দুয়েক আগে বৈঁচীতে প্রচারে যাওয়ার কথা থাকলেও তিনি সময়ের অভাবে যেতে পারেননি।

এই নিয়ে দলীয় কর্মীদের মধ্যে সামান্য ক্ষোভ ছিল। এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী মজার ছলে বলেছিলেন, ‘আমাকে দু’টুকরো করে দিলে ভালো হয়। তাহলে আমি সব জায়গায় পৌঁছাতে পারি। না হলে আমার পক্ষে সম্ভব হচ্ছে না সব জায়গায় পৌঁছানো। সকলে আশা করছে। কিন্তু, কিছু করার নেই। সেই জন্য আজ সকালে এসে সেখানে প্রচার করলাম।’

Rachna Banerjee: ‘সবার মনঃপুত হয়ে চলা সম্ভব নয়, আমি একা মানুষ’

প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর প্রথম দিন সিঙ্গুরে এসে রচনা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে বলেছিলেন, ‘শিল্পের ধোঁয়া তিনি হুগলিতে দেখেছেন। সেখানে প্রচুর শিল্প হয়েছে।’ এই নিয়ে মিম হলেও রচনা স্পষ্ট বলেছিলেন, ‘মিম দেখে তিনি মজা পান। সব পাবলিসিটিই প্রচার। খুব একটা এই সমস্ত কথা গায়ে মাখেন না তিনি।’

Rachna Banerjee: গরিবের সঙ্গে ঘুগনি খেয়ে ট্রোলড হলেও সমস্যা নেই রচনা বন্দ্যোপাধ্যায়ের

এদিকে শনিবার প্রচারের সময় কি ধোঁয়া দেখতে পেলেন এই তারকা প্রার্থী? কিছুটা মজার ছলেই এই প্রশ্ন করা হয়। রচনা আবেগঘন কণ্ঠে বলেন, ‘আজকে ধোঁয়ার জায়গায় নেই। এদিন শুধু মানুষের হাসি মুখ দেখতে পেলাম। যাই হয়ে যাক প্রচুর মানুষের ভালোবাসা নিয়ে ফেরত যাব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *