একের পর এক কলার কাঁদি উধাও, CCTV-তে ধরা পড়ল ‘চোরের কীর্তি’ – cctv has identified a banana thief at west midnapore daspur


গৃহস্থ বাড়ি থেকে ফুল ফল চুরির অভিযোগ নতুন কোনও বিষয় নয়। যে কোনও এলাকাতেই মাঝে মধ্যে ঘটে থাকে এই ধরনের ঘটনা। ফুল ফলের মালিক সেই চুরি আটকাতে বিভিন্ন ধরনের ব্যবস্থাও নেন। কখনও কখনও সেই চোর ধরা পড়ে। কখনও আবার নজর এড়িয়ে নিজের কাজ চালিয়ে যায় ‘চোর’। তবে কথায় আছে চোরের বারবার, গৃহস্থের একবার! আর তেমনটাই এবার দেখা গেল পশ্চিম মেদিনীপুরের দাশপুরে।

পরপর গাছ থেকে কলা চুরি

কলা খাবেন বলে শখ করে গাছ লাগিয়েছিলেন এলাকার অনেকেই। প্রকৃতির নিয়ম মেনে গাছে কলাও ধরে। সেই কলা ধীরে ধীরে বড়ও হয়। কিন্তু কলার কাঁদি বড় হলেই হঠাৎই তা উধাও হয়ে যাচ্ছে। একটি-দু’টি বাড়িতে নয়, এলাকার বিভিন্ন বাড়িতে এমন ঘটনাই দেখা যাচ্ছে। কোথায় যাচ্ছে, কে বা কারা কেটে নিয়ে চলে যাচ্ছে, তার কোনও হদিস পাওয়া যাচ্ছে না । দীর্ঘ চার থেকে পাঁচ মাস ধরে এমনই ঘটনা লাগাতার চলছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের কামালপুর শ্রীরামনগর সহ আশেপাশের বেশকিছু এলাকায়। কারও বাড়ির পাশের গাছ থেকে কলার কাঁদি হাওয়া, তো কারও আবার কলার বাগান থেকে কলার কাদি উধাও। কিন্তু এত কলার কাঁদি যাচ্ছে কোথায়? কে নিয়ে যাচ্ছে একের পর এক কলার কাদি? তা জানতেই এলাকায় বসান হয় সিসি ক্যামেরা। আর সেই সিসিটিভি ক্যামেরাতেই চিহ্নিত করা হল চোরকে।

কী দেখা গেলে সিসিটিভি ফুটেজে?

দিনের আলোয় দেখা না গেলেও না রাতের অন্ধকারে সিসিটিভি ফুটেজে দেখা গেল এক ব্যক্তিকে। কলা গাছ থেকে কলার কাঁদি কাটতেও দেখা গেল। ক্যামেরায় বন্দি হল কলার কাঁদি উধাও হয়ে যাওয়া আসল রহস্য। সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে সাইকেল নিয়ে আসতে দেখা গিয়েছে। এসে এলাকায় থাকা একটি বৈদ্যুতিক আলো প্রথমে নিভিয়ে দেয় সে। তারপর একের পর এক কলার কাঁদি কেটে ব্যাগের মধ্যে প্যাক করে দিব্য বেরিয়ে যায়। কিন্তু ওই যে আগেই বলা হয়েছে, চোরের বারবার, গৃহস্থের একবার। তাই মাসের পর মাস ধরে চুরি চালিয়ে গেলেও অবশেষে সিসি ক্যামেরার চোখে চিহ্নিত করা গেল তাকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি এলাকারই বাসিন্দা। অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর তোড়তোড় শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *