ঠিক কী বলেছেন তিনি?
এই নিয়ে BJP-কে তোপ দেগে শশী পাঁজার মন্তব্য, ‘প্রধানমন্ত্রী মিথ্যাচার করেই চলেছেন। তিনি যে গ্যারান্টি দিচ্ছেন তা যে ভুয়ো তা ইতিমধ্যেই প্রমাণিত। বছরে দুই কোটি মানুষকে চাকরি দেওয়া হবে, এই নিয়েও মিথ্যে কথা বলেছেন তিনি। এখন বলছেন, ২০ শহরে মেট্রো রেল চালু করেছেন। কিন্তু, এই নিয়ে বিজ্ঞাপনটিতে যে ছবি দেওয়া হয়েছে তা সিঙ্গাপুর মেট্রোর। অর্থাৎ এই দাবি ভুয়ো।’ বিজেপিকে ‘ভারতীয় জালি পার্টি’ বলে কটাক্ষ করেছেন তিনি।
এই নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্টও শেয়ার করেছেন সাকেত গোখলে। তিনি লিখেছেন, ‘বিজেপি মোদীর এবং মেট্রো রেলের ছবি শেয়ার করে দাবি করেছে মোদী একাধিক মেট্রো লাইন তৈরি করেছেন। কিন্তু, যে ছবিটি দেওয়া হয়েছে তা সিঙ্গাপুর মেট্রোর।’
কটাক্ষের সুরে তিনি বলেন, ‘যদি না সিঙ্গাপুর ‘অখণ্ড ভারত’-এর অংশ হয়, যা চালাচ্ছেন ‘বিশ্বগুরু মোদী’ সেক্ষেত্রে এটা বিজেপির আরও একটি মিথ্যা। দশ বছরে যখন কোনও কাজ দেখানোর থাকে না, তখন মোদীর কাছে মিথ্যে তুলে ধরা, ঘৃণা ভাষণ দেওয়া ছাড়া উপায় কি!’
উল্লেখ্য, এই প্রথমবার নয়, এর আগে ২০২১ সালে উত্তরপ্রদেশের উন্নয়নের খতিয়ান দিতে গিয়ে যোগী আদিত্যনাথ সরকার কলকাতার মা ফ্লাইওভার ব্যবহার করে বসেছিলেন একটি বিজ্ঞাপনে। সেই নিয়েও বিস্তর জলঘোলা হয়েছিল। এবার লোকসভা ভোট চলাকালীন তৃণমূলের এই অভিযোগের ভিত্তিতে শোরগোল পড়ে গিয়েছে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন রাজ্যের শাসক দলের নেতারা।