পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে তিস্তার জলবৃদ্ধি। জলবৃদ্বির কারণে রংপোতে তিন জন ব্যক্তির আটকে পড়ার খবর পাওয়া যাচ্ছে। শনিবার রাত প্রায় ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনজনকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। মিরিকে বজ্যবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। সমতলেও ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। রবিবারও শিলিগুড়ি সহ পাহাড়ি এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানায় আবহাওয়া দফতর।মিরিক সহ পার্বত্য অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয় শনিবার থেকে। জলঢাকায় প্রায় ১৬০ মিমি বৃষ্টিপাত হয়েছে বলে পাওয়া গিয়েছে। পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে তিস্তার জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় বিপত্তি ঘটলো রংপোতে। গতকাল রাতে নদীতে আটকে পড়েন তিনজন। ওই তিন’জন ব্যক্তি স্থানীয় না পর্যটক তা প্রাথমিকভাবে স্পষ্ট ছিল না। তাঁদের উদ্ধার করে কালিম্পং জেলার রংপোর ৱ্যাফটিং টিম, দমকল, সিভিল ডিফেন্স এবং পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত প্রায় ১১টা নাগাদ স্থানীয় লোকজন কয়েকজনের চিৎকারের শব্দ শুনতে পান। এরপরেই তাঁরা আলো ফেলে খোঁজ করার চেষ্টা করেন। পরে দেখা যায়, নদীর মাঝে চর এলাকায় তিনজন আটকে পড়েছেন। এরপর তাঁদের উদ্ধারের জন্য পদক্ষেপ শুরু হয়। খবর দেওয়া হয় দমকল, সিভিল ডিফেন্স এবং পুলিশকে। পরে জানা যায়, তাঁরা প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা ছিলেন। ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত প্রায় ১১টা নাগাদ স্থানীয় লোকজন কয়েকজনের চিৎকারের শব্দ শুনতে পান। এরপরেই তাঁরা আলো ফেলে খোঁজ করার চেষ্টা করেন। পরে দেখা যায়, নদীর মাঝে চর এলাকায় তিনজন আটকে পড়েছেন। এরপর তাঁদের উদ্ধারের জন্য পদক্ষেপ শুরু হয়। খবর দেওয়া হয় দমকল, সিভিল ডিফেন্স এবং পুলিশকে। পরে জানা যায়, তাঁরা প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা ছিলেন। ।
স্থানীয়রা বুঝতে পারেন বৃষ্টির জন্য যে খাত দিয়ে বর্তমানে তিস্তা বইছে, তার জল অনেকটা বেড়ে গিয়েছে। ফলে ওই দু’জন জল ডিঙিয়ে চরে বা লোকালয়ে আসতে পারছেন না। এরপরই শুরু হয় তাঁদের উদ্ধারের তৎপরতা। জলস্তর বাড়ার কারণে আশেপাশের বাসিন্দারাও আতঙ্কের মধ্যে রয়েছেন।
এদিকে শনিবার পাহাড়ের বেশকিছু এলাকায় ব্যাপক বৃষ্টি হয়েছে। গতকাল রাত থেকে উত্তরবঙ্গের একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়। যা অব্যাহত রয়েছে আজও। দার্জিলিং, কালিম্পংয়ের ছাড়াও শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও গরম এবং অস্বস্তি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।