Hooghly Lok Sabha,ভোটের ডিউটিতে একরত্তি সন্তানকে নিয়েই সামিল শিক্ষিকা, ইসমাতারাকে কুর্নিশ জেলা প্রশাসনের – lady para teacher doing lok sabha election duty with her son at hooghly


মাকে ছাড়া থাকে না একরত্তি ছেলে। তাই ছেলেকে নিয়েই ভোটের কাজে মা। এমনই দৃশ্য ধরা পড়ল হুগলিতে। হুগলির দাদপুরের সাটিথান গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি ইসমাতারা খাতুনের। তিনি বৈঁচির পোটবা প্রাথমিক স্কুলের প্যারা টিচার। অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের মতোই ভোটে তাঁর ডিউটি পড়েছে হুগলির ধনিয়াখালী বিধানসভা এলাকায়। চুঁচুড়ায় হুগলি মহসিন কলেজে ডিসিআরসি থেকে ইভিএম নিয়ে ভোটকর্মীরা নিজ নিজ বুথে রওনা দেন ভোটের আগের দিন। সেই কলেজ থেকে ধনিয়াখালীর ভোটকর্মীরাও ইভিএম সংগ্রহ করতে আসেন। সেখানেই তিন বছরের ছেলে শেখ সাহিলকে নিয়ে হাজির হন ইসমাতারা। তাঁকে রিজার্ভে রাখা হয়েছে ভোটের কাজে। তবে যেতে হবে ধনিয়াখালী।ভোটের কাজে ছোটো ছেলেকে নিয়ে অসুবিধা হবে কি না এই প্রশ্নে ইসমাতারা জানান, বাড়িতে ছেলেকে দেখার কেউ নেই। শাশুড়ির বয়স হয়েছে, তিনি অসুস্থ। স্বামী সেখ সামিম আখতার দুবাইতে থাকেন। পাণ্ডুয়ায় তাঁর বাপের বাড়ি। ছেলে মাকে ছেড়ে থাকতে চায় না। তাই ছোট্টো সাহিলকে নিয়েই ভোটের কাজে হাজির তিনি। তবে এই প্রথম নয়, এর আগে গত বছর পঞ্চায়েত নির্বাচনেও ভোটের কাজ করতে হয়েছিল তাঁকে। সেই সময় তাঁর ছেলে আরও ছোট ছিল।

ইসমাতারা বলেন, ‘বাড়িতে এখন ছেলেকে দেখার কেউ নেই। ছেলে আমার কাছেই থাকে। শাশুড়ি অসুস্থ, হাঁটাচলা করতে পারেন না। আমি পোটবা প্রাথমিক স্কুলের প্যারাটিচার। আগে পঞ্চায়েতও ভোটে গিয়েছিলাম। তখনও রিজার্ভেই ছিলাম। বাচ্চকে নিয়েই গিয়েছিলাম। আমার স্বামী দুবাইতে থাকেন।’ কাজের প্রতি ইসমাতার এই দায়বদ্ধতার প্রশংসা করেছেন জেলাপ্রশাসনের কর্তারা।

প্রসঙ্গত, আগামীকাল সোমবার বাংলার ৭ কেন্দ্রে রয়েছে নির্বাচন। সেই ৭ কেন্দ্রের মধ্যে রয়েছে হুগলিও। এই লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৮ লাখ ৫৮ হাজার ৬৭ জন। তার মধ্যে মোট পুরুষ ভোটার ৯ লাখ ২৫ হাজার ২১৯ জন। পাশাপাশি মহিলা ভোটার ৯ লাখ ৩২ হাজার ৭৮৪ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬৪ জন। হুগলিতে মোট পোলিং স্টেশন ২,০৪৮। তার মধ্যে ক্রিটিক্যাল পোলিং স্টেশনের সংখ্যা ১,৭৮৭। এই কেন্দ্রে এবারে লড়াই মূলত ত্রিমুখী লড়াই। হুগলি থেকে এবারেও বিজেপির টিকিটে লড়ছেন লকেট চট্টোপাধ্যায়। তৃণমূলের হয়ে লড়াইতে রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কংগ্রেসের সমর্থনে বাম প্রার্থী মনোদীপ ঘোষও রয়েছেন প্রতিদ্বন্দ্বিতায়। সেক্ষেত্রে সোমবার হুগলি লোকসভা কেন্দ্রে বিশেষভাবে নজর থাকছে রাজনৈতিক পর্যবেক্ষকদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *