Kunar Hembram : বড় ভাঙন বিজেপিতে, মোদীর জঙ্গলমহল সফরের দিনেই তৃণমূলে যোগ বিদায়ী সাংসদের – bjp mp kunar hembram joined tmc at abhishek banerjee lok sabha election rally


পঞ্চম দফা ভোটের আগেই গেরুয়া শিবিরে বড় ভাঙন। বিজেপির বিদায়ী সাংসদ কুনার হেমব্রম তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। ঝাড়গ্রাম কেন্দ্রের বিদায়ী বিজেপি সাংসদ তিনি। রবিবার, ঝাড়গ্রামের সভায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি।আজ রবিবারই ঝাড়গ্রামে সভা করতে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই অভিষেকের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন তিনি। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে ২০১৯ সালে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন কুনার হেমব্রম।

প্রসঙ্গত, ২০১৯ সালে জেতার পরেও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি বিজেপি। যদিও, ঝাড়গ্রামের প্রার্থীর নাম ঘোষণার আগেই বিজেপি থেকে পদত্যাগ করেছিলেন তিনি। এবার ঝাড়গ্রাম কেন্দ্র থেকে প্রণত টুডুকে প্রার্থী করে বিজেপি। এবার বিজেপির বিদায়ী সাংসদকে এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়ে গেরুয়া শিবিরে বড় ধাক্কা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee : ‘ছত্রধরের হাত ধরেই আমার প্রথম জঙ্গলমহল আসা’, জানালেন মমতা

গত মার্চ মাসে বিজেপি ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেন তিনি। দলত্যাগ করতে চেয়ে তিনি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে একটি চিঠিও পাঠান। তবে দলত্যাগের পর তিনি জানিয়েছিলেন, বয়সজনিত বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছেন। সেই কারণে তাঁর পক্ষে আর সক্রিয় রাজনীতি করা সম্ভব হচ্ছে না। অন্য কোনও দল তো নয়-ই, রাজনীতিতেই থাকতে চাইছেন না। তবে লোকসভা নির্বাচনের আবহে নিজের মত পরবির্তন করলেন তিনি। রাজনীতি থেকে সরে সাঁড়ানোর সিদ্ধান্ত পরিবর্তন করে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন রবিবার।

ঝাড়গ্রামের সভায় চপ্পল ছিঁড়ল মুখ্যমন্ত্রীর, সেফটি পিন দিয়েই জুতো সেলাই করলেন মমতা, বললেন…
ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে ২০১৪ সাল পর্যন্ত ক্ষমতা বজায় রেখেছিল সিপিএম। এরপর ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী উমা সোরেন। যদিও, পরেরবার ২০১৯ সালে এই কেন্দ্র নিজেদের দখলে নিয়ে নেয় বিজেপি। ২০১৯ সালে কুনার হেমব্রম এই কেন্দ্রে জিতে আসেন। তবে, বিজেপি থেকে এইবার প্রার্থী বদল করা হতে পারে এরকম সম্ভাবনাই শোনা যাচ্ছিল। সরকারি হাসপাতালের চিকিৎসক প্রণত টুডুকে এই কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে কালীপদ সোরেনকে। সাহিত্য এবং শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য গত বছর পদ্মশ্রী পেয়েছেন কালীপদ সোরেন। এই আসনটি পুনরায় নিজেদের দখলে আনতে তৎপর তৃণমূল কংগ্রেস। দু’দিন আগেই এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর জন্য সভা করে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিজেপি বিদায়ী সাংসদের যোগদান তৃণমূল কংগ্রেসকে জয়ের দিকে অনেকটাই এগিয়ে দিল বলে ধারণা রাজনৈতিক মহলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *