Litchi Fruit,গরমে পুড়ে যাচ্ছে লিচু, চাষিদের হাহাকার! – litchi is destroying due to excessive heat in this summer watch bengali video


Embed

গরমে নাজেহাল বঙ্গবাসী। আর সেই গরমই সহ্য হচ্ছে না লিচুরও। তীব্র গরমের জেরে নষ্ট হয়ে যাচ্ছে লিচু। এবার পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে লিচু এমনকী আমেরও ফলন কম। আর তাতেই মাথায় হাত কৃষকদের। আরতদাররাও জানাচ্ছেন, প্রতি বছর তাঁরা বসে থাকেন এই আম আর লিচুর অপেক্ষায়। তবে এবার বড়ো ক্ষতির মুখে তাঁরা। যখন বৃষ্টির প্রয়োজন ছিল তখন হয়নি। পরে বৃষ্টি হলেও তাতে লাভের লাভ কিছুই হয়নি বলেই দাবি আরতদারদেরও। অন্যদিকে, সামনেই রয়েছে জামাইষষ্ঠী। তবে এবার জামাইদের পাতে আম লিচু তুলে দিতে পারবেন কী না শ্বশুর শাশুড়িরা তা এখন বড় প্রশ্নের মুখে। কারণ বাজারে যদিও বা আম লিচু মেলে তবে তার দাম হবে আকাশ ছোঁয়া এমনটাই জানাচ্ছেন আরতদাররাও। বিস্তারিত জানতে Watch Bengali Video.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *