Summer Holiday Special Class : গরমের ছুটিতে সন্ধে নামতেই স্কুলে পড়ুয়ারা! বিস্তারিত জানুন – summer holiday special class arranged in every evening in a school of suri for details watch video


পড়ুয়াদের সুবিধার্থে এবার রাতেও সিউড়ি পাবলিক এণ্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ ক্লাসের উদ্যোগ নিল। মূলত স্কুলের প্রধান শিক্ষকের পরিকল্পনায় এবং অন্যান্য সহ শিক্ষকদের সহযোগিতায় এই বিশেষ ক্লাসের আয়োজন হচ্ছে। শনিবার থেকে ওই বিশেষ ক্লাসের সূচনা হয়েছে বলে খবর মিলেছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, পড়ুয়াদের আরও স্কুলমুখী করে তুলতে এই বিশেষ ক্লাসের আয়োজন করা হয়েছে। এই বিশেষ ক্লাসের নাম দেওয়া হয়েছে ‘ডাউট ক্লিয়ারিং ক্লাস’। যেহেতু এখন গ্রীষ্মের ছুটি চলছে তাই এখন প্রতিদিন সন্ধ্যায় এই বিশেষ ক্লাস করানো হবে বলে জানানো হয়েছে। ছুটি শেষ হলে সপ্তাহের শনি ও রবিবার এই বিশেষ ক্লাসের আয়োজন করা হবে। আসুন দেখে নিন সেই ভিডিয়ো। দেশ থেকে বিদেশের নানা খবরে আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *