রবিবার সাংবাদিকদের মুখোমুখি হন দেবদাস। এদিন তিনি রাজ্যের শাসক দলের সমালোচনা করে ‘হিংসার আশ্রয়’ নেওয়ার নিদান দেন। তিনি বলেন, ‘ভোটের দিন ঝামেলা করতে আসলে ভোট লুট করতে আসলে মায়েরা ঝাঁটা,খুন্তি রাখবেন। তিন হাত লম্বা বাঁশ কেটে রাখবেন।’
ভোটের আগে তাঁর এই মন্তব্য নিয়ে রীতিমতো সরব হয়েছে তৃণমূল। আইনশৃঙ্খলা ভঙ্গ করার জন্য এই মন্তব্য BJP নেতার স্পষ্ট উসকানি বলে দাবি করেছে তৃণমূল। ভোটের আগে এই ধরনের মন্তব্য বিরূপ প্রতিক্রিয়া এবং অশান্তিতে উসকানি দিতে পারে বলে স্পষ্ট বার্তা রাজ্যের শাসক দলের নেতাদের।
এই প্রসঙ্গে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, ‘ওঁরা নিশ্চিত হয়ে গিয়েছে যে বনগাঁ লোকসভায় হারবে। সেই জন্য পাগলের প্রলাপ বকছে। মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে ওঁরা। বনগাঁ লোকসভার মানুষ দু’হাত ভরে বিশ্বজিৎ দাস কে আশীর্বাদ করবেন।’
উল্লেখ্য, বনগাঁ লোকসভা কেন্দ্রে সোমবার নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে এই কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতুয়া অধ্যুষিত এই কেন্দ্র এবার পাখির চোখ সমস্ত রাজনৈতিক দলেরই। মতুয়া গড়ে সবুজ আবির ওড়ানোর দায়িত্ব এবার তৃণমূল দিয়েছে বিশ্বজিৎ দাসকে। অন্যদিকে, BJP এবারও সংশ্লিষ্ট কেন্দ্রে প্রার্থী করেছে শান্তনু ঠাকুরকে। ভোটের আগে BJP নেতার এই ধরনের একটি মন্তব্য নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।