West Bengal BJP,ভোটের দিন ঝাঁটা-খুন্তি হাতে তোলার নিদান! BJP নেতার কথায় তুমুল বিতর্ক – bongaon bjp leader debdas mondal message creates controversy


‘ঠ্যাং ভেঙে দেবেন’, না অঞ্জন দত্তর এই লাইনের সঙ্গে দূর দূরান্ত পর্যন্ত সম্পর্ক নেই। ঠ্যাং শব্দ গানে ব্যবহার করলেও ‘ঠ্যাঙানো’-র কথা তিনি কখনও বলেননি। আসলে ঝাঁটা, খুন্তি, বাঁশ ইত্যাদি ইত্যাদি নিয়ে তেড়ে যাওয়ার কথা BJP-র এক ‘দাদা’-র। রাত পোহালেই বনগাঁ লোকসভার নির্বাচন। তারই আগে ঝাঁটা , খুন্তি ও লম্বা বাঁশ ব্যবহার করার হুংকার শোনা গেল বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডলের কণ্ঠে। নির্বাচনে মানুষ পাশে নেই জেনেই আরও আগ্রাসী হয়ে উঠছে BJP, স্পষ্ট দাবি তৃণমূলের।রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে এভাবেই সাধারণ মানুষের উদ্দেশে মন্তব্য করেছেন তিনি। যদিও তৃণমূলের স্পষ্ট বক্তব্য, যাবতীয় অভিযোগ অমূলক। যদি অভিযোগ থাকে তাহলে প্রশাসনের কাছে যাক। সেখানে গিয়ে নিজেদের কথা জানাক। এভাবে সাধারণ মানুষকে উসকানি দেওয়া অর্থহীন এবং এই ধরনের মন্তব্য হিংসায় ইন্ধন দেওয়ার কাজ করতে পারে।

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হন দেবদাস। এদিন তিনি রাজ্যের শাসক দলের সমালোচনা করে ‘হিংসার আশ্রয়’ নেওয়ার নিদান দেন। তিনি বলেন, ‘ভোটের দিন ঝামেলা করতে আসলে ভোট লুট করতে আসলে মায়েরা ঝাঁটা,খুন্তি রাখবেন। তিন হাত লম্বা বাঁশ কেটে রাখবেন।’

ভোটের আগে তাঁর এই মন্তব্য নিয়ে রীতিমতো সরব হয়েছে তৃণমূল। আইনশৃঙ্খলা ভঙ্গ করার জন্য এই মন্তব্য BJP নেতার স্পষ্ট উসকানি বলে দাবি করেছে তৃণমূল। ভোটের আগে এই ধরনের মন্তব্য বিরূপ প্রতিক্রিয়া এবং অশান্তিতে উসকানি দিতে পারে বলে স্পষ্ট বার্তা রাজ্যের শাসক দলের নেতাদের।

এই প্রসঙ্গে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, ‘ওঁরা নিশ্চিত হয়ে গিয়েছে যে বনগাঁ লোকসভায় হারবে। সেই জন্য পাগলের প্রলাপ বকছে। মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে ওঁরা। বনগাঁ লোকসভার মানুষ দু’হাত ভরে বিশ্বজিৎ দাস কে আশীর্বাদ করবেন।’

BJP West Bengal : শান্তনুর বিরুদ্ধে প্রার্থী প্রাক্তন BJP নেতা, এবার নির্দল কাঁটা বনগাঁয়

উল্লেখ্য, বনগাঁ লোকসভা কেন্দ্রে সোমবার নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে এই কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতুয়া অধ্যুষিত এই কেন্দ্র এবার পাখির চোখ সমস্ত রাজনৈতিক দলেরই। মতুয়া গড়ে সবুজ আবির ওড়ানোর দায়িত্ব এবার তৃণমূল দিয়েছে বিশ্বজিৎ দাসকে। অন্যদিকে, BJP এবারও সংশ্লিষ্ট কেন্দ্রে প্রার্থী করেছে শান্তনু ঠাকুরকে। ভোটের আগে BJP নেতার এই ধরনের একটি মন্তব্য নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *