প্রায় ৩৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে ওই বিজেপি নেতার কাছ থেকে। হোটেলের মধ্যে একটি ব্যাগে সাজানো ছিল টাকার বান্ডিল। কালো একটি ব্যাগের মধ্যে একটি কাপড়ের ব্যাগও ছিল। ওই হোটেলে এক বিজেপি নেতা এবং তাঁর গাড়ির চালক ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা যায়।
রবিবার বিকেলেই খড়গপুর শহরের নিমপুরা আর্য বিদ্যাপীঠের মাঠে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এর কয়েক ঘণ্টার মধ্যে গোপন সূত্রে খবর পেয়ে খড়গপুর শহরের উপকণ্ঠে সাহাজক এলাকায় জাতীয় সড়কের পাশে একটি বেসরকারি হোটেলে অভিযান চালায় জেলা পুলিশের একটি দল।
অভিযান চালিয়ে একটি লাগেজ ব্যাগ থেকে প্রায় ৩৪ লাখ টাকা উদ্ধার হয়েছে বলে খবর সূত্রের। নির্বাচনের আবহে এই অভিযানের একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে তৃণমূলের এক্স হ্যান্ডেলে। সূত্রের খবর, সে সময় হোটেলেই ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুদাম পন্ডিত সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রাতের রেল শহরে।
ঘটনায় তৃণমূলের তরফে জানানো হয়েছে, যে মঞ্চ থেকে একই মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্নীতির বিরুদ্ধে এই বিবৃতি দিয়েছেন, সেই মঞ্চে থাকা বিজেপি নেতা ও অগ্নিমিত্রা পালের সহযোগী, সমিত মণ্ডলের কাছ থেকে পুলিশ টাকা উদ্ধার করেছে। হিসাববিহীন নগদ ৩৫ লাখ টাকা। খড়্গপুরের একটি হোটেলে জেলা পুলিশের অভিযানের সময় ৩৫ লাখেরও বেশি মূল্যের বেহিসাবি নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এটা দিনের মতো পরিষ্কার যে অর্থের বিনিময়ে জয় পেতে চায়। এটা দুর্ভাগ্য তাদের জন্য, বাংলার মানুষ বা তাদের ভোট বিক্রি হয় না।