Bongaon Lok Sabha,বুথ থেকে হাসপাতাল, কর্মীদের চাঙ্গা রাখতে দিনভর ছুট শান্তনুর – bjp candidate shantanu thakur and tmc candidate biswajit das full day activities in bongaon lok sabha election


নজরে মতুয়া ভোট। আর মতুয়াদের মন জয়ে প্রথম থেকেই ঝাঁপিয়ে পড়ে তৃণমূল-বিজেপি সবপক্ষই। সময় যত এগিয়েছে ততই চড়েছে মতুয়া অধ্যুষিত বনগাঁ লোকসভা কেন্দ্রের পারদ, যা বজায় থাকল নির্বাচনের দিনেও। এই কেন্দ্রে নির্বাচনী লড়াইতে নামেন বিজেপি প্রার্থী তথা বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। এদিন সকালেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে ময়দানে নামেন দুই প্রার্থী।বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত গয়েশপুর বেদীভবনের কাছে ভোটের দিন হিংসা ছড়ায়। রাস্তার ওপর ফেলে বিজেপির গয়েশপুর শহর মণ্ডল সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাসকে মারধরের অভিযোগ ওঠে। একইসঙ্গে আক্রান্ত হন বিজেপি কর্মী জয়ন্ত ধরও। আহতদের ভর্তি করা হয় কল্যাণী এইমস হাসপাতালে। আর খবর পেয়ে আহতদের দেখতে এইমস-এ যান শান্তনু ঠাকুর।

অন্যদিকে, বনগাঁ লোকসভার চরকাঁচড়াপাড়া ১৩৩ নম্বর বুথে বিজেপির এজেন্টের বেশ কিছুক্ষণ ধরে কোনও খবর পাওয়া যায়নি। ফোন নম্বরও সুইচড অফ শোনায়। তৃণমূল তাঁকে মারধর করে বুথ থেকে বের করে দেয় বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে সেই বুথেও যান শান্তনু। একইসঙ্গে ওই বুথেই তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের ছবি বুকে লাগান অবস্থায় তৃণমূলের এক এজেন্টকে দেখা যায়। তাঁকে হাতেনাতে ধরে ফেলেন বনগাঁর বিজেপি প্রার্থী। এদিকে কাটাগঞ্জ গোকুলপুর আদর্শ শিক্ষায়তন হাইস্কুলের বুথ নম্বর ২৭১ নম্বর বুথে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তোলে বিজেপি। খবর পেয়ে সেই বুথেও পৌঁছন বিজেপির শান্তনু। সেখানে পুলিশি নিষ্ক্রিয়তা এবং পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে ভুল ভাবে পরিচালনা করছে বলেও অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী।
পার্থ ‘কুল’, ‘নার্ভাস’ অর্জুন ছুটলেন, শুনলেন ‘মুর্দাবাদ-গো ব্যাক’ স্লোগান

উলটো দিকে আবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগে সরব হন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। বনগাঁর কুমুদিনী গার্লস হাই স্কুলে ২৪৫ ও ২৪৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে বলে অভিযোগ তোলেন তৃণমূল প্রার্থী। ওই একই বিদ্যালয়ে ২৫০ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর বাধার মুখে পড়েন বিশ্বজিৎ। বুথে ভোট প্রক্রিয়া দেখতে ঢোকার সময় তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পরে অবশ্য বিশ্বজিৎ দাস বুথের ভিতরে ঢোকার তাঁর আইনি অধিকার আছে বলার পর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে ঢুকতে দেন। বিশ্বজিৎ আরও অভিযোগ তোলেন, কেন্দ্রীয় বাহিনী ভোট কেন্দ্র থেকে বেছে বেছে তৃণমূলকর্মী সমর্থকদের বের করে দিচ্ছে বলে বনগাঁর পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন তিনি। ওই ভোট কেন্দ্র থেকে বাহিনীকে সরিয়ে নেওয়ার জন্যও এসপি-র কাছে আবেদন জানান বিশ্বজিৎ। কার্যত দিনভর অভিযোগ-পালটা অভিযোগের মধ্যে দিয়েই সম্পন্ন হয় বনগাঁ লোকসবা কেন্দ্রের নির্বাচন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *