বিএসএফের তরফে জানানো হয়েছে, ওই অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্ত করা হবে। বিএসএফ শৃঙ্খলাহীনতার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত এই বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ওই অভিযুক্ত জওয়ান দোষী প্রমাণিত হলে কনস্টেবলকে বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
জানা গিয়েছে, রবিবার সকালে উলুবেড়িয়া প্রাতঃ ভ্রমণ করার সময় এক স্থানীয় মহিলাকে উত্যক্ত করা হয়। সেই মহিলার ছবি তোলে চেষ্টা করা হয় বলেও অভিযোগ। এমনকি, অভিযুক্ত সেই জওয়ান স্থানীয় ওই মহিলার গায়ে হাত দিয়েছেন বলেও অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। এই ঘটনা ঘটার পরেই মহিলা আশেপাশের বাসিন্দাদের পুরো বিষয়টি জানান। মহিলার অভিযোগ, ‘ওই জওয়ান কথা বলার মাঝে আচমকাই আমার কাছে চলে আসে এবং আমার কাঁধে হাত দিয়ে আমার শ্লীলতাহানি করে।’ আশেপাশের বাসিন্দারা বিষয়টি জানতে পারলে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। খবর দেওয়া হয় উলুবেড়িয়া থানার পুলিশকে। পুলিশ এসে ওই জওয়ানকে উদ্ধার করে নিয়ে যায়।
এই ঘটনার পরেই বিষয়টি নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই ঘটনায় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয় তৃণমূল কংগ্রেসের তরফে। এরকমই আরেকটি ঘটনা রবিবার ঘটে হুগলি জেলার জাঙ্গিপাড়া এলাকায়। সেখানেও এক মহিলার বাড়িতে ঢুকে তাঁকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। সেই অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধেও বিএসএফ কড়া ব্যবস্থা নেবে বলেই মনে করা হচ্ছে।