BSF : সীমান্তে কয়েক লক্ষ বাংলাদেশি টাকা সহ গ্রেপ্তার সিপিএম কর্মী – bsf caught cpim leader with three lakhs bangladesh money at swarupnagar ahead lok sabha election


ভোটের আগের দিন, রবিবার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে বাংলাদেশি টাকা নিয়ে বিএসএফের হাতে গ্রেপ্তার এক পাচারকারী। ধৃতের কাছ থেকে তিন লাখের উপর বাংলাদেশি টাকা বাজেয়াপ্ত হয়েছে। ধৃত ব্যক্তি গত পঞ্চায়েত নির্বাচনে স্বরূপনগর থেকে সিপিএমের টিকিটে পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছিলেন। বিএসএফ আধিকারিকদের দাবি, ধৃত সিপিএম নেতার নাম সহিদুল ইসলাম মণ্ডল। বাড়ি বিথারি সীমান্তের গেলাপুকুরে। সহিদুল ইসলাম মণ্ডল এক সময়ে হাকিমপুরের বাজার কমিটির সদস্য ছিলেন।রবিবার সকালে সহিদুল ৩ লাখ ৬ হাজার বাংলাদেশি টাকা ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিলেন বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে, বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর তারালি সীমান্তের জওয়ানরা হাকিমপুর চেকপোস্ট থেকে তাঁকে আটক করেন। তল্লাশি করতেই বেরিয়ে আসে তিন লক্ষ ৬ হাজার বাংলাদেশি টাকা। ভোটের আগে আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে সিপিএম নেতার নাম জড়িয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে স্বরূপনগরে।

ইতিমধ্যে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এলাকার তৃণমূল নেতৃত্বের প্রশ্ন, ভোটের আগে এত বাংলাদেশি টাকা সিপিএম নেতা কোথায় পেলেন? কী কারণেই বা সেই টাকা নিয়ে তিনি সীমান্তে যাচ্ছিলেন?

‘কিছু জায়গায় ইভিএম খারাপ, ভোট শান্তিপূর্ণ’ মন্তব্য বিশ্বজিৎ দাসের

বিএসএফ আধিকারিকদের দাবি, সীমান্তে বেশ কিছুদিন ধরে চোরাচালানের সঙ্গে যুক্ত সহিদুল ইসলাম মণ্ডল। আগে তিনি চোরাচালানের অভিযোগে ধরাও পড়েছেন। ধৃত পাচারকারীকে রবিবার দুপুরে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

BJP West Bengal : মোদীর সভার পরেই খড়গপুরে উদ্ধার লাখ লাখ টাকা, আটক BJP নেতা! সরব তৃণমূল
ভোটের আগে একের পর এক জেলা থেকে নগদ টাকা উদ্ধারের ঘটনা ঘটছে। পঞ্চম দফা নির্বাচনের মাঝেই আরও দুটি জায়গা থেকে প্রচুর পরিমাণে নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে খড়্গপুরে একটি অভিজাত হোটেল থেকেও প্রচুর নগদ অর্থ উদ্ধার করা হয়। প্রধানমন্ত্রীর সফরের পরেই এক বিজেপি নেতার কাছ থেকে এই টাকা উদ্ধার করা হয়। আবার এদিকে, পঞ্চম দফার ভোটের আগের রাতে হুগলির দাদপুর থানার হারিট এলাকায় নাকা চেকিংয়ের সময় এক বিজেপি নেতার গাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানেও তল্লাশিতে নগদ দু লক্ষ টাকা উদ্ধার হয়। দুটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায় ওই নেতার নিরাপত্তারক্ষীর কাছ থেকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *