Lok Sabha Election : বনগাঁ-ব্যারাকপুরে ফোর্সের কড়া নজরদারি – bangaon barrackpore every poll center has a strict invigilation by central forces and west bengal police in lok sabha election


এই সময়, বনগাঁ ও ব্যারাকপুর: অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কমিশনের গাইড লাইন মেনে সব ধরনের ব্যবস্থাই নিয়েছে প্রশাসন। ভোটদানে উৎসাহ বাড়াতে প্রতি বিধানসভায় একটি করে মডেল বুথ করা হয়েছে। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থেকে রাজ্য পুলিশের নজরদারিতে ভোটগ্রহণের চূড়ান্ত ব্যবস্থা হয়েছে।বনগাঁ কেন্দ্রটি সীমান্ত লাগোয়া হওয়ায় ইতিমধ্যেই পেট্রাপোল স্থলবন্দর সিল করে দেওয়া হয়েছে। সোমবার একই সঙ্গে ব্যারাকপুরেও নির্বাচন। বনগাঁ কেন্দ্রের ভোটার সংখ্যা ১৮ লক্ষ ২১ হাজার ১৫৯ জন। এর মধ্যে মতুয়া ভোট রয়েছে ২২ শতাংশ। বনগাঁ লোকসভা এলাকায় ১০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। ভোটের দু’দিন আগে আরও ৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে।

প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি বনগাঁ কেন্দ্রের নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্নে করার জন্য ১ হাজার ৯৪৭ জন পুলিশ মোতায়েন রয়েছে। ভোট পরিচালনার ক্ষেত্রে রাজ্যের পুলিশের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। কুইক রেসপন্স টিমও কাজ করবে বলে জানা গিয়েছে। বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশকুমার বলেন, ‘সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তার জন্য সব ব্যবস্থা করা হয়েছে।’

মছলন্দপুরে তৃণমূল একটি ওয়াররুমও তৈরি করেছে। দলের নেতা-কর্মীদের দেওয়া বিভিন্ন এলাকার নির্বাচন সংক্রান্ত তথ্য আসবে এই ওয়াররুমে। নজরদারি চালাবেন বনগাঁর দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। এই ওয়াররুমে ১০০ জন কর্মী থাকবেন। আজ সকাল ৬টা থেকে প্রতিটি বুথের এজেন্টদের ফোন করে ভোটগ্রহণ কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হবে। নির্বাচন সংক্রান্ত রিপোর্ট সরাসরি নির্বাচন কমিশনের দপ্তরে পাঠানোর পাশাপাশি তৃণমূলের রাজ্য স্তরের দলীয় নেতৃত্বের কাছে পাঠানো হবে।

Lok Sabha Election: আজ পঞ্চম দফা, বঙ্গে ভোটের খরা কি কাটবে
হাইভোল্টেজ ব্যারাকপুরে সোমবার পঞ্চম দফার ভোট। যার একদিকে বিদায়ী সাংসদ বিজেপির অর্জুন সিং এবং অন্য দিকে তৃণমূলের পার্থ ভৌমিক, রয়েছেন সিপিএম প্রার্থী অভিনেতা দেবদূত ঘোষও। এখানে শান্তিপূর্ণ ভোট করানোই চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের। কমিশন সূত্রে জানা গিয়েছে, ব্যারাকপুর লোকসভায় এ বার ভোট নেওয়া হবে ১৫৯১টি বুথে। প্রতি বুথে ৪ জন করে ভোটকর্মী থাকবেন। এ ছাড়া থাকবেন ১০১ জন মাইক্রো অবজার্ভার।

ব্যারাকপুরের জন্য ৬ হাজার ৪৬৫ জন ভোট কর্মী থাকবেন। অতি স্পর্শকাতর বুথ আলাদা করে চিহ্নিত করা না হলেও স্পর্শকাতর বুথের সংখ্যা এ বার ৫৫৪ টি। মডেল বুথ থাকছে ১৬টি এবং মহিলা বুথের সংখ্যা ১৮৯টি। শান্তিপূর্ণ ভোট করতে শুধু ব্যারাকপুর কেন্দ্রের জন্য এ বার ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। যার মধ্যে বুথ পাহারায় থাকবে ৫১ কোম্পানি, বাকি ১৩ কোম্পানি টহল দেবে ব্যারাকপুর জুড়ে।

কমিশনের কড়া নজরে বঙ্গে পঞ্চম দফা, লড়াইয়ে ৭ হাইভোল্টেজ কেন্দ্র

এ ছাড়া ১৬৪টি কুইক রেসপন্স টিম থাকছে। এঁদের মধ্যে থেকে আবার ৬৭টি স্পেশাল কুইক রেসপন্স টিম করা হয়েছে। রাতে টহলদারির জন্য ৪৬টি কিউআরটি টিম থাকবে। এ ছাড়া আলাদা করে সাড়ে তিন হাজার রাজ্য পুলিশ মোতায়েন থাকছে৷ ব্যারাকপুর মহকুমাশাসক এবং পুলিশ কমিশনারের অফিসে আলাদা আলাদা দুটি কন্ট্রোলরুম খোলা হয়েছে। যার নম্বর ০৩৩-২৫৯৩ ০০৫৭ এবং ০৩৩ -২৫৯৩ ২৬৪৭। ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলেন, ‘মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং কোথাও কোনওরকম অশান্তি না হয় তার জন্য যথেষ্ট ফোর্সের সঙ্গে নজরদারির ব্যবস্থা করা হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *