বিকেল গড়াতে ভোট বুথে ভিড় জমালেন বলিপাড়ার নায়িকারা (Aishwarya Rai Bachchan)। লেন্সবন্দি হলেন সারা আলি খান, অমৃতা সিং, ঐশ্বর্য রাই বচ্চন, সোনাক্ষী সিনহারা। ভোট দেওয়ার ফাঁকে খোশ মেজাজে আড্ডা দিলেন নায়িকারা একসঙ্গে হয়ে। মুম্বইয়ের ভোটে আজ সাধারণ মানুষের তারকা দর্শন হল অতি সহজেই। আমির খান থেকে শাহরুখ খানের ভোট দিতে যাওয়ার ভিডিয়ো আপনাদের দেখিয়েছি। এবারে বলি অভিনেত্রীদের ভিসুয়াল দেখুন (Lok Sabha Election 2024)। তবে শুধু তারকাদের খবর নয়, রাজনীতি থেকে শুরু করে খেলা ও বিনোদন সংক্রান্ত খবরের পাশাপাশি লোকসভা নির্বাচন সংক্রান্ত যে কোনও খবরে আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The Bengali Video.