Mamata Banerjee Favourite Food : ‘সময় হয় না, খাই একবার রাতে’, ‘প্রিয় খাদ্য’ তেলেভাজা-মুড়ি নিয়েও আক্ষেপ মমতার – mamata banerjee described her whole day food chart at gahatl lok sabha election rally


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় তেলেভাজা-মুড়ি। এ কথা সকলেরই জানা। তবে, সেই প্রিয় খাবার এখন আর খাওয়ার সময় হয় না। পাঁশকুড়ার একটি সভা থেকে নিজেই জানালেন সেই কথা। সময়ের জন্যেই প্রিয় খাবার তাঁর সারাদিনের খাদ্যতালিকা থেকে বাদ পড়েছে বলে জানান তিনি।সোমবার একদিকে যখন লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট চলছে, সেই সময় ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেব-এর সমর্থনে প্রচারে যান মমতা। সেখানেই নিজের পুরনো দিনের কিছু কথা স্মৃতিচারণ করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তৃতার মাঝেই তিনি বলেন, ‘আমি মুড়ি তেলেভাজা খেতে ভালোবাসতাম। এখন অবশ্য খাওয়া হয় না।’ নির্বাচনী প্রচারে শেষ দেড় মাস ধরে জেলায় জেলায় প্রচারে রয়েছেন তিনি। দিনে দুটি থেকে তিনটি সভা এবং পদযাত্রা করতে হচ্ছে তাঁকে। সেই কারণে প্রিয় জলখাবার খাওয়ার সময় হয় না তাঁর বলেই জানান তিনি।

এদিনের সভায় মমতা বলেন, ‘এখন তো খাওয়ারও সময় পাই না। খাই একবার রাতে। তখন যদি তেলেভাজা আর মুড়ি খাই, তাহলে খাওয়াটাই গেল। এমনিতেই এখন ভাত খাই না, রুটি খাই না। কিছু তো খেতে হবে।’

‘দেবকে বলেছি আমার একটু সময় লাগবে’ মন্তব্য মমতার

রাজনৈতিক কর্মকাণ্ডে এর আগে বহুবার পাঁশকুড়ায় আসতে হয়েছে মমতাকে। বিরোধী নেত্রী থাকাকালীন অনেকবার সেখানে গিয়েছিলেন, সেই কথা তুলে ধরেন এদিনের মঞ্চ থেকে। মমতা বলেন, ‘আগে কেন বার বার পাশকুঁড়া আসতাম জানেন? আপনাদের মসজিদ, যেটা রাস্তার উপর ছিল, রাস্তা চওড়া ছিল না, দু’পাশে অনেক দোকান ছিল, বাড়ি ছিল। এখানে আসলে আমাকে এক বার দাঁড়াতেই হত। মেদিনীপুর ঢুকলেই দাঁড়াতে হত।’ এরপরেই নিজের পুরনো দিনের দলের কর্মীদের নাম মুখে শোনা যায় তাঁর মুখে। মমতা বলেন, ‘এক জনের মা তাঁকে কাজু বাদাম ভেজে খাওয়াতেন। অসিত, নন্দ সাহায্য করেছেন। ওঁরা আমার জন্য তেলেভাজা, মুড়ি নিয়ে অপেক্ষা করতো।’ দলের পুরনো কর্মীদের নিয়ে মমতা বলেন, ‘নন্দ, অসিত ভাবছেন আজকের লোক ওঁরা? আমি যবে থেকে ছাত্র রাজনীতি করছি, তবে থেকে আছেন ওঁরা।’ এদিনের সভা থেকে বেশিরভাগ সময়টাই পুরনো দিনের কথা দর্শকদের সামনে তুলে ধরেন তিনি।

‘তোমায় সারাবছর বিরক্ত করব না’, দেবকে ভোটে দাঁড়াতে কী ভাবে রাজি করালেন মমতা?
ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে গতবারের জয়ী সাংসদ অভিনেতা দেবকেই এবারও প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তাঁর সমর্থনেই এদিনের সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় স্বল্প বক্তৃতায় বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার করেন সভামঞ্চ থেকে। তবে আবহাওয়ার অবস্থা খারাপ থাকার জন্য সভা কিছুটা কাটছাঁট করতে হয়। বৃষ্টি-ঝড়ের আশঙ্কায় দ্রুত দর্শকদের বাড়ি ফেরার জন্য নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *