Mamata Banerjee News,মুখ্যমন্ত্রী মমতার ১৩ বছর, ‘ঐতিহাসিক দিন’-এর কথা স্মরণ করিয়ে কী লিখলেন তৃণমূল নেত্রী? – mamata banerjee thank west bengal people recall her first oath taking ceremony 13 years ago as west bengal chief minister


ছিল অদম্য জেদ, লড়াই করার সাহস আর মানুষের জন্য নিজেকে উৎসর্গ করার শপথ! ২০১১ সাল ২০ মে, মহাকরণে দাঁড়িয়ে ডান হাতটা উপরে তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক সেকেন্ডের সেই দৃশ্য কয়েক হাজার আন্দোলন, লড়াইয়ের জবাব। পরিবর্তনের ইতিহাস লেখা হয়েছিল সেদিন।২১ জুলাইয়ের সেই রক্তাক্ত দিন- শপথ নিয়েছিলেন এক লড়াকু নেত্রী। পরিবর্তন আনার। বদল আসলেও তাঁর সেই স্বপ্নে বদলার জায়গা ছিল না। এরপর সংগ্রামের দীর্ঘ ইতিহাস। সিঙ্গুরে কৃষকদের জন্য লড়াই, বাংলার বুকে দাঁড়িয়ে লাল চোখকে ভয় না করে সবুজ আবির ওড়ানোর অদম্য জেদ-খালি হাতে ফেরাননি বঙ্গবাসীও। ২০১১ সালে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বাংলায় জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস।

১৩ বছর আগে আজকের দিনেই বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ১৩ বছর আগের সেই কথা স্মরণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘১৩ বছর আগে আজকের এই ঐতিহাসিক দিনে আমি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলাম। সেই দিন থেকে পশ্চিমবঙ্গের গণদেবতার সেবা করার অঙ্গীকার নিয়ে, আমরা রাজ্যের উন্নয়নের জন্য একটি পরিবর্তনমূলক যাত্রা শুরু করেছিলাম। আমি মা-মাটি-মানুষের কাছে তাঁদের অকুণ্ঠ সমর্থন এবং অফুরান ভালোবাসার জন্য আজীবন কৃতজ্ঞ। আমি বাংলাকে প্রগতি ও সমৃদ্ধির আরও উচ্চতায় উন্নীত করার প্রতিশ্রুতিতে আমৃত্যু বদ্ধপরিকর। আজ ‘মা-মাটি-মানুষ-দিবস’-এ বাংলার সকল মানুষকে আমাদের রাজ্যে গণতন্ত্র বজায় রাখার যে ভূমিকা তাঁরা পালন করেছেন সেজন্য তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি।’

আজকের দিনেই বঙ্গে ‘মমতা যুগ’ শুরু হয়েছিল। বঙ্গবাসীর বিপুল সমর্থন নিয়ে লালবাড়ি দখল করে তৃণমূল কংগ্রেস। এদিন সেই ঐতিহাসিক জয়ের পর মহাকরণে গিয়ে সাধারণ মানুষের উদ্দেশে হাত নাড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় রাইটার্স বিল্ডিংয়ের সামনে কাতারে কাতারে ভিড়। সকলেই একবার দেখতে চাইছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি হাত নাড়তেই কার্যত উচ্ছ্বাসে ফেটে পড়েন সকলে।

১৩ বছর আগে দীর্ঘ লড়াইয়ের পর প্রথম যেদিন মহাকরণে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন তাঁর পরণে ছিল সাদামাটা শাড়ি, পায়ে হাওয়াই চটি, কাঁধে একটা ঝোলা ব্যাগ। সাজপোশাকে আঢ়ম্বরের ‘আ’ ছিল না। পাশে দেখা গিয়েছিল অমিত মিত্রকে।

মমতার বাইরে থেকে সমর্থন ও ছাব্বিশে বিধানসভা ভোট

২০১১ সালের ক্ষমতায় এসেই মমতা স্মরণ করিয়েছিলেন ‘বদলা নয়, বদল চাই।’ এরপর মেট্রোর নন এসি রেক এসি হয়েছে, গঙ্গায় ড্রেজিং নিয়ে আরও উদ্যোগ হয়েছে, কিন্তু বঙ্গবাসীর মনে থেকে গিয়েছে মমতার নাম। ২০১১-র পর আরও ২টি বিধানসভা নির্বাচনে তাঁকে মানুষ ভালোবাসায় ভরিয়ে বাংলার কুর্সিতে বসিয়েছেন। নবান্নে বসে মমতার আশ্বাস, বঙ্গবাসীর প্রতি ভালোবাসা এবং তাঁদের জন্য উন্নয়নের যে লক্ষ্য তিনি নিয়েছেন তা জারি থাকবে, থাকবেই…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *