West Bengal Election,অনুমতি না নিয়ে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা! সংগঠন থেকে ‘বহিষ্কৃত’ মার্শাল টুডু – akhil bharatiya adivasi vikas parishad remove mardhal tudu as he is contexting from bankura lok sabha


সংগঠনের ‘অনুমতি’ না নিয়ে বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে ‘নির্দল’ হিসেবে প্রতিদ্বন্দিতা করার সিদ্ধান্ত! মার্শাল টুডুকে ‘সরিয়ে’ দিল অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ। এই নিয়ে জেলার রাজনীতির অন্দরে জোর চর্চা শুরু হয়েছে।খাতড়ায় এক সাংবাদিক বৈঠক করে সংগঠনের রাজ্য সম্পাদক ও বাঁকুড়া জেলা সভাপতি সুনীল কুমার মাণ্ডি, জেলা সম্পাদক অসীম হাঁসদারা বলেন, ‘অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। সংগঠনের বাঁকুড়া জেলা প্রেস সম্পাদক ও রাজ্য কমিটির সহ সম্পাদক পদে থাকা সত্ত্বেও সংগঠনের ‘অনুমতি’ ছাড়াই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মার্শাল টুডু। এই বিষয়ে আলোচনার জন্য তাঁকে ডাকা হলেও তিনি সংগঠনের সেই ডাকে সাড়া দেননি। সংগঠনের নিয়ম ভঙ্গ করার অপরাধে মার্শাল টুডুকে সংগঠনের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হল।’

যদিও এই প্রসঙ্গে মার্শাল টুডু বলেন, ‘সংগঠনের তরফে বহিষ্কারের কোনও চিঠি এখনও পাইনি। আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। আমার জয়ের পর সাংগঠনিক নিয়মে ওই পদ ছাড়তেই হত। এমন অনেক জনপ্রতিনিধি আছেন যারা নির্বাচনে জয়ী হয়ে আসার পর এই অরাজনৈতিক সংগঠনের পদ ছেড়েছেন। জনপ্রতিনিধি হিসেবে কার্যকালের মেয়াদ শেষে করে তাঁরা ফের সংগঠনে ফিরেও এসেছেন।’

মার্শাল বলেন, ‘আমি দীর্ঘদিন সামাজিক সংগঠনে কাজ করে এসেছি। কিন্তু, একটা বিষয় লক্ষ্য করেছি বিভিন্ন দাবি দাওয়ার জন্য আমাদের বিধায়কদের কাছেই যেতে হয়। কিন্তু, আমরা এই চেষ্টা করিনি যে যদি নিজেরাই সেই জায়গায় যায় সেক্ষেত্রে আমরাই সেই সুযোগ সুবিধাগুলি মানুষকে দিতে পারব। তাই আজ আমি এই রাস্তায় নেমেছি।’ তিনি আরও বলেন, ‘আমরা যতই ডেপুটেশন দিই জনপ্রতিনিধিরা সেগুলোই পূরণ করেন যেখানে তাঁদের স্বার্থ থাকে। তবে আমাকে বহিষ্কার করা হয়নি। আমাকে অন্তত জানানো হয়নি। কোনও মিটিং মিছিলেও ডাকা হয়নি।’

মার্শালের দাবি, তাঁর নামে অপপ্রচার করছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। তাঁর কথায়, ‘আমি জয়ের জন্য নেমেছি তা ওরা জানে। আর সেই জন্যই আমার নামে অপপ্রচার করছে। আমি আজ থেকে নয়, দীর্ঘ সময় ধরে প্রচার করছি।’

জুলুমবাজির বিরুদ্ধে লড়তে ভোটে দাঁড়ালেন লরিচালক

যদিও তাঁকে বহিষ্কার করার দাবি করা হয়েছে সংগঠনের তরফে। উল্লেখ্য, ২৫ মে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে নির্বাচন। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী এবং বিজেপি প্রার্থী সুভাষ সরকার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *