West Bengal Lok Sabha Election : ভোটপঞ্চমীতে অভিযোগের পাহাড় কমিশনে! ব্যারাকপুর না হাওড়া, এগিয়ে কোন কেন্দ্র? – west bengal lok sabha election fifth phase more than thousand grievances submitted at commission


সবেমাত্র ভোটের ৪ ঘণ্টা হয়েছে। তার মধ্যেই অভিযোগের পাহাড় নির্বাচন কমিশনে। সকালের মধ্যেই অভিযোগের সংখ্যা ছাড়িয়ে গেল হাজারটি। শীর্ষে হাওড়া ও উলুবেড়িয়া কেন্দ্র। আজ, সোমবার পঞ্চম দফা নির্বাচন। এ রাজ্যে ৭ টি লোকসভা কেন্দ্রে নির্বাচন যথা বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ কেন্দ্রে ভোট সংগঠিত হচ্ছে। পঞ্চম দফা নির্বাচনে সকাল ৯ টার পর রেকর্ড সংখ্যক অভিযোগ জমা পড়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে।এরপর সকাল ১১টা অবধি যে সংখ্যক অভিযোগ জমা পড়ল নির্বাচন কমিশনের খাতায় তা রীতিমতো টক্কর দিচ্ছে রাজ্যের চতুর্থ দফা নির্বাচনকে। ৭ টি লোকসভা কেন্দ্রে সকাল ১১টা পর্যন্ত মোট অভিযোগ জমা পড়েছে ১০৩৬ টি।

সমস্ত অভিযোগের মধ্যে হাওড়া ও উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে অর্থাৎ হাওড়া জেলায় অভিযোগ জমা পড়ল ৩৪৭ টি। হুগলি ও শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে অর্থাৎ হুগলি জেলায় অভিযোগ জমা পড়ল ৩২৪টি। বনগাঁ ও ব্যারাকপুর লোকসভা কেন্দ্র অর্থাৎ উত্তর ২৪ পরগনা জেলায় অভিযোগ জমা পড়ল ৩০৩ টি।

Hooghly Lok Sabha Election: ভোট দিতে সকাল থেকেই পাণ্ডুয়ায় লম্বা লাইন

বাকি কেন্দ্রগুলিতে তুলনামূলক কম অভিযোগ পড়েছে। নদিয়া জেলায় অভিযোগ জমা পড়ল ৩৩ টি। পশ্চিম মেদিনীপুর জেলায় অভিযোগ জমা পড়ল ২৯ টি। সকাল ১১ টা অবধি, হাওড়া জেলায় সবথেকে বেশি অভিযোগ জমা পড়ল। (যেখানে হাওড়া ও উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র একত্রে) সংখ্যাটা ৩৪৭ টি।।

Lok Sabha Election: আজ পঞ্চম দফা, বঙ্গে ভোটের খরা কি কাটবে
NGRS, CIVIGL সহ একাধিক মাধ্যমে অভিযোগ জমা করছে বিভিন্ন রাজনৈতিক দল। এর মধ্যে NGRS -এর মাধ্যমে মোট অভিযোগ জমা পড়ল :- ৬৫৩ টি, CVIGIL-এ মোট অভিযোগ জমা পড়ল ১৫৩ টি, CMS-এ মোট অভিযোগ জমা পড়ল ২৩০ টি। বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে যে যে অভিযোগ জমা পড়ল, তার মধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ জমা পড়ল ৫০ টি। বিজেপি তরফ থেকে অভিযোগ জমা পড়ল ৪৯টি। সিপিএম তরফ থেকে অভিযোগ জমা পড়ল ৭৯ টি। কংগ্রেসের তরফ থেকে অভিযোগ জমা পড়ল ১ টি। উল্লেখ্য, বেলা ১১টা পর্যন্ত হাওড়া লোকসভা কেন্দ্র ভোটের হার ৩০.৮৯%। বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বাচন শান্তিতে চলেছে বলে কমিশন সূত্রে খবর। প্রসঙ্গত, চতুর্থ দফা নির্বাচনে সকাল ১১টার মধ্যে ১০৮৮টি অভিযোগ জমা পড়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *