যদিও বেশকিছুক্ষণ ধরনায় বসার পর অবশেষে তা প্রত্যাহার করে নেন চুঁচুড়ার বিধায়ক। ধরনা প্রত্যাহারের বিষয়ে বিধায়ক বলেন, ‘আমাদের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। তাই আমরা এই ধরনা প্রত্যাহার করলাম।’
দিনভর হুগলিতে বিক্ষিপ্ত উত্তেজনা
এদিকে হুগলি লোকসভা কেন্দ্রের নির্বাচনে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে বারেবারেই বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়। বারংবার বিক্ষোভ, ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়তে হয় তাঁকে। এমনকী তাঁকে জুতোও দেখান হয়। এদিন তৃণমূল বিধায়ক অসীমা পাত্র সঙ্গে তর্কাতর্কিতেও জড়াতে দেখা গিয়েছে লকেটকে। জানা গিয়েছে, ভোটের দিন দুপুরে ধনেখালি এলাকার তৃণমূল বিধায়ক অসীমা পাত্রর বাড়ির কাছে যান লকেট চট্টোপাধ্যায়। লকেট সেখানে পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসীদের একাংশ। ‘গো ব্যাক’ স্লোগানও তোলেন অনেকে। সেই সময় বিধায়ক অসীমা পাত্রর সঙ্গে সরাসরি বাকযুদ্ধ শুরু হয়ে যায় লকেটের। অসীমা পাত্রকে উদ্দেশ্য করে ‘চোর’ মন্তব্য করেন বিজেপি প্রার্থী। পালটা লকেটের উদ্দেশে উড়ে আসে ‘ডাকাত’ মন্তব্য। স্লোগান-পালটা স্লোগানে রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায়। অন্যদিকে আবার এদিন বিকেলে ভদ্রেশ্বর স্টেশন বাজার সারদাপল্লির রায়পাড়া প্রাথমিক স্কুলের বুথে জুতোও দেখান হয় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে।