হুগলি লোকসভা কেন্দ্র,বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ, ভোটের শেষবেলায় হঠাৎই ধরনা চুঁচুড়ার বিধায়কের – asit majumdar tmc mla done sitting demonstration on 5th phase lok sabha election


বাহিনীর উপর ক্ষোভ, ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে দলীয় কর্মীদের নিয়ে ধর্নায় বসতে দেখা গেল চুঁচুড়ার তৃণমূল বিধায়ককে। ৬টা বাজার আগেই স্কুলের গেট বন্ধ করে দিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, পঞ্চম দফার নির্বাচনের দিন এমনই অভিযোগ তোলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। চুঁচুড়ার ইমামবাড়া অ্যাবোট শিশু হল স্কুলের ২৭৪ নম্বর বুথের ঘটনা।জানা যায়, এদিন কয়েকজন ভোটার ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে দেখেন স্কুলের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। সেই ঘটনার খবর যায় বিধায়ক অসিত মজুমদারের কাছে। তিনি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন। সেখানে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিধায়ক। এমনকী প্রিসাইডিং অফিসারকে বলেও কোনও কাজ হয়নি বলেই অভিযোগ বিধায়কের। এরপর ভোটারদের ভোটদান করতে দিতে হবে, এই দাবি তুলে স্কুল গেটের সামনে স্থানীয় কাউন্সিলরকে নিয়ে ধরনায় বসে পড়েন বিধায়ক। বিধায়ক জানান ,মেশিন খারাপ থাকায় এদিন ভোটগ্রহণ শুরু হয় দেরিতে। তখনই দাবি জানানো হয়েছিল যে, সব ভোটার যাতে ভোট দিতে পারেন তার ব্যবস্থা করতে হবে। কিন্তু সে কথা শোনা হয়নি।

যদিও বেশকিছুক্ষণ ধরনায় বসার পর অবশেষে তা প্রত্যাহার করে নেন চুঁচুড়ার বিধায়ক। ধরনা প্রত্যাহারের বিষয়ে বিধায়ক বলেন, ‘আমাদের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। তাই আমরা এই ধরনা প্রত্যাহার করলাম।’

দিনভর হুগলিতে বিক্ষিপ্ত উত্তেজনা

এদিকে হুগলি লোকসভা কেন্দ্রের নির্বাচনে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে বারেবারেই বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়। বারংবার বিক্ষোভ, ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়তে হয় তাঁকে। এমনকী তাঁকে জুতোও দেখান হয়। এদিন তৃণমূল বিধায়ক অসীমা পাত্র সঙ্গে তর্কাতর্কিতেও জড়াতে দেখা গিয়েছে লকেটকে। জানা গিয়েছে, ভোটের দিন দুপুরে ধনেখালি এলাকার তৃণমূল বিধায়ক অসীমা পাত্রর বাড়ির কাছে যান লকেট চট্টোপাধ্যায়। লকেট সেখানে পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসীদের একাংশ। ‘গো ব্যাক’ স্লোগানও তোলেন অনেকে। সেই সময় বিধায়ক অসীমা পাত্রর সঙ্গে সরাসরি বাকযুদ্ধ শুরু হয়ে যায় লকেটের। অসীমা পাত্রকে উদ্দেশ্য করে ‘চোর’ মন্তব্য করেন বিজেপি প্রার্থী। পালটা লকেটের উদ্দেশে উড়ে আসে ‘ডাকাত’ মন্তব্য। স্লোগান-পালটা স্লোগানে রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায়। অন্যদিকে আবার এদিন বিকেলে ভদ্রেশ্বর স্টেশন বাজার সারদাপল্লির রায়পাড়া প্রাথমিক স্কুলের বুথে জুতোও দেখান হয় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *