জগন্নাথদেবও নাকি ওঁর ভক্ত! ভগবানের থেকেও বড়। ভগবানের থেকে বড় হতে হলে আপনি মন্দিরে থাকুন, আমরা পুজো করব। ফুলচন্দন দেব, তুলসী পাতা দেব, ভালো করে সাজাব।
মমতা বন্দ্যোপাধ্যায়
সম্বিতের সেই মন্তব্যকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে যায়। মুহূর্তের মধ্যে ভাইরাল হয় তাঁর বক্তব্যের ভিডিয়ো। সোশ্যাল মিডিয়ায় বিবিধ মন্তব্যেও ধেয়ে আসতে থাকে। তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত বিষয়টিতে ঢোঁক গিলতে হয় সম্বিত পাত্রকে। একটি ভিডিয়ো বার্তায় ক্ষমা চেয়ে বিজেপি প্রার্থী সম্বিত পাত্র বলেন, ‘আমার একটি মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। নরেন্দ্র মোদীর রোড শোয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলাম আমি। সেই সময় আমি বলতে চেয়েছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রভু জগন্নাথদেবের বড় ভক্ত। সেই সময় প্রবল গরম এবং মারাত্মক ভিড় ছিল। আমি সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বারবারেই একই কথা বলছিলাম। তখনই অনিচ্ছাকৃতভাবে বলে ফেলি, যে মহাপ্রভু জগন্নাথদেব প্রধানমন্ত্রী মোদীর ভক্ত। কখনওই এটা সত্যি হতে পারে না। কোনও মানুষ সচেতনভাবে এই কথা বলতে পারে না। ভগবান মানুষের ভক্ত, এ কথা মুখেও আনা যায় না। আমি কখনওই ইচ্ছে করে তা বলতে চাইনি।’
সম্বিত আরও বলেন, ‘আমি জানি অনেকেই আমার এই কথায় বেদনাহত হয়েছেন। অনিচ্ছাকৃত ভুল তো ভগবানও ক্ষমা করে দেন। আমি মহাপ্রভু জগন্নাথদেবের কাছেও ক্ষমাপ্রার্থী। এই স্লিপ অফ টাংয়ের জন্য আমি ক্ষমাপ্রার্থী। প্রায়শ্চিত্ব হিসেবে আমি উপোসও করব।’ যদিও সম্বিত ক্ষমা চাইলেও, এই নিয়ে বিতর্ক থামেনি। আর এবার সেই বিষয়ে মুখ খুললেন মমতাও।