পুরীতে একটি রোড শোতে অংশগ্রহণ করেছিলেন সম্বিত পাত্র। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, ‘লাখ লাখ মানুষ আজ জড়ো হয়েছিলেন প্রধানমন্ত্রীকে দেখার জন্য। জগন্নাথদেব নিজে মোদীর ভক্ত। আর আমরা সকলেই মোদীর পরিবার।’
তাঁর এই বক্তব্যের ভিডিয়ো ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এরপরেই বিষয়টি নিয়ে দেশ জুড়ে চূড়ান্ত বিতর্ক শুরু হয়। একে একে সকল বিরোধী দলের নেতৃত্ব বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন। ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্ররা এই মন্তব্যের কড়া সমালচনা করেন। তৃণমূলের এক্স হ্যান্ডেলেও বৃষ্টি নিয়ে প্রতিবাদ জানানো হয়।
এই প্রসঙ্গে বাঙালির মাছ খাওয়ার বিষয়টি নিয়ে মোদীর বক্তব্যের সমালোচনাও করেন অভিষেক। জম্মু-কাশ্মীরের উধমপুরের জনসভায় মোদী মাছ খাওয়া নিয়ে বেশ কিছই মন্তব্য করেছিলেন, যা নিয়ে প্রবল বিতর্কের সূত্রপাত হয়। কংগ্রেসকে আক্রমণ করে শ্রাবণ মাসে মাছ (আমিষ) খাওয়ার ভিডিয়ো শেয়ার করে মুঘলদের মানসিকতা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে মানুষকে উত্তেজিত করতে চাইছে। সেই মন্তব্যের সমালোচনা করেন অভিষেক।