BJP West Bengal : বিজ্ঞাপনে ‘নিষেধাজ্ঞা’, সিঙ্গেল বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে BJP – bjp appealed at calcutta high court division bench on advertisement controversy ahead lok sabha election


বিতর্কিত বিজ্ঞাপন নিয়ে আগেই কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছে BJP। সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে এবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যাচ্ছে বিজেপি। জরুরি ভিত্তিতে মামলার শুনানি করার আর্জি। আগামীকাল, বুধবার মামলাটি শুনবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।নির্বাচন কমিশনের মডেল কোড অফ কমডাক্টকে লঙ্ঘন করছে যে সমস্ত বিজ্ঞাপন তা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর সিঙ্গেল বেঞ্চ। সেই নির্দেশের বিরুদ্ধে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করল বিজেপি। বিজেপির তরফে আইনজীবী জয়দীপ কর এদিন বলেন, ‘নির্বাচন কমিশন যে শোকজ নোটিশ দিয়েছিল তার উত্তর আজ দেওয়ার কথা বিজেপির। তার আগেই হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বিজ্ঞাপনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।’ সেই কারণে জরুরি ভিত্তিতে মামলার শুনানি করার আর্জি। আগামীকাল মামলাটি শুনবেন প্রধান বিচারপতি।

উল্লেখ্য, গত ৪ মে থেকে দফায় দফায় BJP বেশ কিছু সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিল বিজেপি। সেই বিজ্ঞাপনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য জানিয়েছিলেন, এরকম ধরনের বিজ্ঞাপন নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছে। পাশাপাশি ওই বিজ্ঞাপন মামলাকারীর সংবিধানের ১৯ ও ২১ ধারায় প্রাপ্ত অধিকারও হরণ করেছে বলেও জানানো হয়।

বিজ্ঞাপনদাতা অর্থাৎ বিজেপিকে ভর্ৎসনা করার পাশাপাশি নির্বাচন কমিশনকেও কাঠগড়ায় তুলেছিল কলকাতা হাইকোর্ট। বারবার অভিযোগ করা হয়েছিল এই বিজ্ঞাপনগুলির জন্য। এত অভিযোগের পরেও নির্বাচন কমিশন কেন ১৮ মে বিজেপিকে শোকজ নোটিস পাঠাল এবং ২১ মে কেন তার জবাবদিহির তারিখ নির্ধারণ করা হল, সেটা নিয়েই কমিশনের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে আদালত।

এই মামলায় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ জানিয়ে দিয়েছিল, আগামী ৪ জুন পর্যন্ত এই ধরনের কোনও বিজ্ঞাপন প্রকাশিত করতে পারবে না বিজেপি। বিজ্ঞাপন ছাপার ব্যাপারে সংবাদপত্রগুলিকেও বিশেষ নির্দেশ দেওয়া হয়। প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার ১৯৯৬ সালের গাইড লাইন মানার জন্য সংবাদপত্রগুলোকে নির্দেশ দেওয়া হয়।

ভোটের মধ্যে BJP-কে বিতর্কিত বিজ্ঞাপন প্রকাশে ‘নিষেধাজ্ঞা’! কমিশনের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট
প্রসঙ্গত, সংবাদপত্রে দেওয়া এই বিজ্ঞাপন সংক্রান্ত বিষয় নিয়ে ভোটের মাঝেই মুখ পুড়েছে গেরুয়া শিবিরের। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের একাধিক সভামঞ্চ থেকে প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও। তবে সিঙ্গেল বেঞ্চের রায় পছন্দ না হওয়াতেই এবার ডিভিশন বেঞ্চে যাচ্ছে বিজেপি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *