Lok Sabha Election 2024,দূষণ জেনেও খরচ কমাতে ভরসা সেই ভিনাইল ফ্লেক্স-ই – political parties are campaign with low cost flex in lok sabha election even though environment polluted


এই সময়: পরিবেশবান্ধব ফ্লেক্স হলে খরচ অনেকটাই বেশি। ওই ফ্লেক্স ফ্যাব্রিকের। খরচ প্রতি বর্গফুটে ১৫ টাকার কাছাকাছি। তবে পলিভিনাইলের ফ্লেক্স হলে প্রতি বর্গফুট ৬ টাকা। তাই, পরিবেশ দূষিত হলেও কম খরচের ফ্লেক্সের মাধ্যমেই প্রচারের পথে হাঁটছে প্রায় সব রাজনৈতিক দল।পরিবেশকর্মী সুভাষ দত্ত বিরক্ত— ‘আমাদের দেশে কোনও রাজনৈতিক দলের নির্বাচনী অ্যাজেন্ডায় পরিবেশরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোনও বক্তব্য নেই। পৃথিবীর কোনও সভ্য দেশে এটা ভাবা যায় না।’ পরিবেশবিজ্ঞানী স্বাতী নন্দী চক্রবর্তী বলছেন, ‘পরিবেশরক্ষা একটা সচেতনতার বিষয়। যতক্ষণ না নিজে থেকে কেউ এর গুরুত্ব উপলব্ধি করছেন, ততক্ষণ তাঁর কাছে বিষয়টা নিতান্তই হেলাফেলার।’

এই বিষয়ে কয়েক মাস আগে থেকেই দেশ জুড়ে সরব হন পরিবেশকর্মীরা। তাঁদের দাবি ছিল, নির্বাচনের সময়ে রাজনৈতিক প্রচার যেন পরিবেশ দূষণের কারণ না-হয়ে দাঁড়ায়। জনমত বুঝে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের একাংশও এ নিয়ে সহমত পোষণ করেন। তবে বাস্তবে দেখা যাচ্ছে, খরচ বাঁচাতে গিয়ে দূষণের বিষয়টা মোটের উপর অগ্রাহ্যই করা হচ্ছে। পরিবেশবান্ধব কোনও সামগ্রীর পরিবর্তে জেনেবুঝেই পলিভিনাইলের চাদরে দলীয় প্রতীক এবং প্রার্থীর নাম ও ছবি ছেপে প্রচার করছে প্রায় সবক’টি রাজনৈতিক দল।

বউবাজার ও রাজাবাজার চত্বরে ফ্লেক্স ছাপানোর সলভেন্ট প্রিন্টিং মেশিনের অপারেটররা নাওয়া-খাওয়া ভুলে কাজ করে চলেছেন। কলকাতায় ভোটের দিন, ১ জুন, দ্রুত এগিয়ে আসছে। বিভিন্ন মাপের ফ্লেক্স এবং ব্যানার সময় মতো সাপ্লাই করতেই হবে। তাই, দ্রুত চলছে কর্মীদের হাত। ফ্লেক্স ও ব্যানার ছাপা প্রসঙ্গে বউবাজার চত্বরের ব্যবসায়ী সমীর গুণিন বলছেন, ‘পলিভিনাইল ছাড়াও এই ফ্লেক্স বিশেষ এক ধরনের পরিবেশবান্ধব ফ্যাব্রিকের উপর তৈরি করা যায়। পলিভিনাইলে প্রতি বর্গফুটের খরচ পড়ে সাড়ে পাঁচ-ছ’টাকা। তবে ফ্যাব্রিকের খরচ অনেকটা বেশি— প্রতি বর্গফুটে প্রায় ১৫ টাকা। আমাদের কাছে ফ্যাব্রিকের অর্ডার আসে না বললেই চলে।’

রাজাবাজারের ফ্লেক্স প্রস্তুতকারক হাফিজুল মণ্ডলের কথায়, ‘৬ ফুট বাই ৪ ফুট, ৭ ফুট বাই ৫ ফুট, ৫ ফুট বাই ৩ ফুট এবং ৪ ফুট বাই ৩ ফুটের পলিভিনাইল ফ্লেক্সের অর্ডার সব চেয়ে বেশি আসছে।’ কয়েক বছর আগেও গোটা রাজ্যের নির্বাচনী প্রচারের ফ্লেক্স তৈরি হতো কলকাতায়। তবে ফ্লেক্স ছাপানোর ওই সলভেন্ট প্রিন্টিং মেশিনের দাম (১২-১৫ লক্ষ টাকা) মোটামুটি অনেকের আয়ত্তের মধ্যে বলে এখন প্রায় প্রত্যেক জেলাতেই ওই যন্ত্র পাওয়া যায়।

তা হলে কি প্রত্যেক জেলাতেই পলিভিনাইল শিট দিয়ে তৈরি হচ্ছে নির্বাচনী প্রচারের ফ্লেক্স? প্রস্তুতকারকরা বলছেন, ‘কোনও রাজনৈতিক দলের প্রায় কেউই খরচ বাড়ানোর জন্য ফ্যাব্রিক কেনেন না। আমাদের ফ্যাব্রিকের দাম দিলে আমরা ফ্যাব্রিকেই ছাপব।’

পরিবেশকর্মীদের বক্তব্য, জনমতে সায় দিয়ে রাজনৈতিক নেতা-নেত্রীরা মুখে যতই পরিবেশরক্ষার কথা বলুন, কার্যক্ষেত্রে পরিবেশরক্ষা তাঁদের কাছে কোনও গুরুত্বই পাচ্ছে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *