জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা। রাই, নীলু আর সৌর্যর জীবনের তোলপাড় নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিকের গল্প। তবে এখন রাইয়ের জীবনে এনট্রি নিয়েছে আরও এক নতুন মানুষ। রাইয়ের অফিসের বস অনির্বান সেন। এই চরিত্রেই দেখা যাচ্ছে টেলিভিশনের পোড় খাওয়া অভিনেতা সুমন দে-কে। পর্দায় যতই টানটান দৃশ্য চলুক না কেন, অফ স্ক্রিন তাঁরা হেব্বি হুল্লোড়ে। গ্রিনরুমে হাজির হয়েছিল এই সময় ডিজিটাল। আমাদের সামনেই চলল তিন অভিনেতার খুনসুটি। মজার সেই আড্ডা ধরা থাকল আমাদের ক্যামেরায়। বাই দ্য ওয়ে এই তিন জনের মধ্যে আপনি কার বেশি ভক্ত? জানান আমাদের। কোথায়? নীচের কমেন্ট বক্সে।