Mithun Chakraborty,অগ্নিমিত্রার সমর্থনে মিঠুনের রোড শো-এ বোতল ও ইটবৃষ্টির অভিযোগ, মেদিনীপুরে তুমুল হট্টগোল – miscreants allegedly throwing bottle to lok sabha election mithun chakraborty roadshow at medinipur


এবার মিঠুন চক্রবর্তীর রোড শো-তে বোতল ও ইট ছোড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা মেদিনীপুরে। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে মিঠুন চক্রবর্তীর রোড শো-এর আয়োজন করা হয়। অভিযোগ সেই সময় বোতল ছোড়ার ঘটনা ঘটে। তৃণমূলের এক যুব নেতা আবীর আগরওয়ালের মদতেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ বিজেপির। পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে বলেও অভিযোগ।মঙ্গলবার অগ্নিমিত্রা পালের সমর্থনে রোড শো শুরু করেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। হঠাৎই মিছিলের মাঝে ইট ও বোতল ছোড়া শুরু হয় বলে বলে অভিযোগ। বিষয়টি নজর আসার পরেই বোতল ছুড়তে নিষেধ করেন অগ্নিমিত্রা নিজে। কিন্তু তারপরেও কোনও কাজ হয়নি। এরপর যারা বোতল ছুড়ছিল তাদের দিকে পালটা ধেয়ে যান বিজেপি কর্মী সমর্থকেরা।

আরও জানতে রিফ্রেশ করুন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *